অক্ষয় কুমারকে বাংলা ভাষা বলার জন্য বলা হয় সাংবাদিক সম্মেলনে। অভিনেতা বলেন, 'আমি কলকাতায় বহুবার এসেছি, শুটিং করেছি, আমার খুব কাছের শহর কলকাতা। কিন্তু খুব কম মানুষই এটা জানেন যে আমি দু'বছর কলকাতার নিউমার্কেট এলাকায় কাজ করতাম।'
আরও পড়ুন: কলকাতায় অক্ষয়! ছাত্রীর সঙ্গে 'তেরি ওর' গানে নাচ, স্নেহের চুম্বন... চিৎকারে ফেটে পড়ল গ্যালারি
advertisement
বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতায় আসার সময় তাঁর গাড়ির চালককে গ্লোব সিনেমা হলের বিষয়ে জিজ্ঞাসা করেন আক্কি। গাড়ির চালক বলেন যে সেই সিনেমা হলটি ভেঙে দেওয়া হয়েছে, তা আর নেই এখন। অক্ষয় জানান, 'আমি শুনে খুব দুঃখিত হই, কারণ একসময় এই গ্লোবে আমি বহু সিনেমা দেখেছি।'
আরও পড়ুন: 'আমি কী ভুল করেছি'? নিজের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনে বিরক্ত জ্যাকলিন ফার্নান্দেজ
প্রসঙ্গত, অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'রক্ষা বন্ধন'। এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকরকে (Bhumi Pednekar)। তারই প্রচারে সোমবার ঝটিকা সফরে ঘুরে গেলেন কলকাতা। সঙ্গে ছিলেন পর্দার তিন বোন এবং পরিচালক আনন্দ এল রাই। কলকাতায় এসে সাংবাদিক বৈঠকে পণ প্রথা থেকে, তাঁর কাজের জায়গা, বন্ধুবান্ধব নিয়ে স্মৃতিচারণ করেন বলিউডের খিলাড়ি।