১৮ নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে জীতু জোসেফ পরিচালিত থ্রিলারটি। প্রথম সপ্তাহান্তেই ফুলেফেঁপে উঠেছে ছবির ভাঁড়ার। মাত্র তিন দিনে ৬৪.১৪ কোটির ব্যবসা করেছে 'দৃশ্যম ২'।
হিসেব বলছিল, প্রথম তিন দিনে ৫০ কোটি আয় হলেই স্বস্তি পাবেন প্রযোজকরা। কিন্তু ইতিমধ্যে সেই অঙ্ক ছাপিয়ে গিয়েছে অজয়-টাবুর থ্রিলার। প্রথম সপ্তাহান্তের আয়ের নিরীখে কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া ২'কে ছাপিয়ে গিয়েছে 'দৃশ্যম ২'।
advertisement
আরও পড়ুন: বলেছিলাম তুই যেদিন আমার বয়সি হবি, বড় নায়িকা হবি, ঐন্দ্রিলার স্মৃতিচারণে অঙ্কুশ
আরও পড়ুন: হাসপাতালে প্রথম আলাপ, অগাধ সম্মান জেগেছিল, সেই ঐন্দ্রিলা নেই? গলা ধরে এল গৌরবের
চলতি বছরে ব্যতিক্রমী ব্যবসা করে ইন্ডাস্ট্রির খরা কাটায় অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'। বলিউডে প্রথম তিন দিনের আয়ের নিরীখে তালিকার শীর্ষে আছে রণবীর কাপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবিটি। তার পরেই জায়গা করে নিয়েছে অজয়-টাবুর 'দৃশ্যম ২'।
প্রথম সপ্তাহান্তে ১১১ কোটি এসেছিল 'ব্রহ্মাস্ত্র'-এর ভাঁড়ারে । 'দৃশ্যম ২' আয় করল ৬৪.১৪ কোটি। এই দুইয়ের পর তালিকায় রয়েছে 'ভুল ভুলাইয়া ২', 'সম্রাট পৃথ্বীরাজ'-এর মতো ছবি।
বাণিজ্য বিশেজ্ঞরা মনে করছেন, প্রথম সাত দিনেই ১০০ কোটি আয় করবে 'দৃশ্যম ২'। অতএব বলাই যায়, বছর শেষে বলিউডকে নতুন করে আশার আলো দেখাচ্ছে এই ছবি।