লড়াইটা শুরু হয়েছিল ২০১৫ সালে। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণীর ছাত্রী। সেই কাঁচা বয়সেই ক্যানসার থাবা বসিয়েছিল তাঁর শরীরে। কিন্তু হার মানেননি অভিনেত্রী। মারণ রোগকে হারিয়ে ফিরে এসেছিলেন।
কাট টু ২০২১। টলিউডে পা রাখলেন ঐন্দ্রিলা। কাজ শুরু করলেন ধারাবাহিকে। জীবনের নতুন অধ্যায় পা রাখতেই ফের অসুস্থ হয়ে পড়লেন। জানা গেল, নতুন করে ক্যানসার বাসা বেঁধেছে তাঁর শরীরে।
advertisement
আরও পড়ুন : গোপন কথাটি অবশেষে প্রকাশ্যে! এই তরুণ অভিনেতাই নাকি অমিতাভ-জয়ার হবু নাতজামাই
আরও পড়ুন : মূল্য ৭৮ মিলিয়ন ডলার! নিজের জন্য নতুন বিমান অর্ডার করলেন ধনকুবের এলন মাস্ক
আরও একবার জীবন-মৃত্যুর দড়ি টানাটানি। আর তখনই ঐন্দ্রিলার সামনে ঢাল হয়ে দাঁড়ালেন তাঁর ভালোবাসার মানুষ। সব্যসাচী চৌধুরী।
দিদি নম্বর ওয়ানে সেই লড়াইয়র আখ্যান শুনিয়েছিলেন 'জিয়ন কাঠি'র নায়িকা। বলেছিলেন, "আমার তখন দ্বিতীয় দিনের কেমো চলছিল। চোখ বন্ধ করেছিলাম। চোখ খুলে দেখি ও আমার সামনে দাঁড়িয়ে।"
আবেগে গলা ভারী হয়ে এসেছিল ঐন্দ্রিলার। দু'চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। তিনি বলেন, "চোখ খুলেই ওর মুখটা দেখলাম। একটা অদ্ভুত শান্তি অনুভব করেছিলাম।"
সব্যসাচীই যেন ছিলেন তাঁর শক্তি ও সাহসের উৎস। অভিনেত্রীর স্বীকারোক্তি, "আমার চিকিৎসা চলাকালীন এত শারীরিক কষ্ট পেয়েছি। কিন্তু মানসিক কষ্ট এক ফোঁটাও ছিল না।"
বর্তমানে কঠিন লড়াই লড়ছেন ঐন্দ্রিলা। মঙ্গলবার রাতে আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাঁর। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে অভিনেত্রী। ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।