একাধিকবার দিদি নম্বর ওয়ানে এসেছিলেন ঐন্দ্রিলা। দ্বিতীয়বার ক্যানসার মুক্ত হয়ে দিদি নম্বর ওয়ান শোয়ে অংশগ্রহণের মাধ্যমেই প্রথমবার শ্যুটিং সেটে পা রেখেছিলেন ঐন্দ্রিলা। দিদি নম্বর ওয়ানে শুনিয়ে গিয়েছিলেন তাঁর জীবনযুদ্ধের কথা৷ চোখে জল এসেছিল সবার৷ প্রার্থনা করেছিল সবাই- এ লড়াই থামুক জীবনের জয়ে৷ ঐন্দ্রিলা হয়ে উঠেছিল কত অচেনা অজানা মানুষের মেয়ে৷ তার সঙ্গে একই আকাশের নীচে বাঁচতে চেয়েছিল কত হেরে যাওয়া মানুষ৷ ঐন্দ্রিলা নিজেও বিশ্বাস করতেন, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া৷ আজ সবটাই শেষ হয়তো৷ পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷
advertisement
তখনও দ্বিতীয়বার ক্যানসার ছোঁয়নি তাঁকে। ঐন্দ্রিলা এসেছিলেন দিদি নম্বর ওয়ানে। সেখানেই ভাগ করে নিয়েছিলেন মজার গল্প। ঐন্দ্রিলা জানিয়েছিলেন, তাঁর মা বলেছিলেন রোজ কালো গরুকে কলা খাওয়াতে। কোনদিন কোন রংয়ের জামা পরলে দিন ভাল যায়, তাও বলেদিতেন। অন্য কোনও রং পরলে বদলে আসতে বলতেন।
প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। মরণোত্তর বিশেষ কৃতী সম্মান দেওয়া হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে।