ছবিতে আলিয়ার চরিত্রটি নির্যাতনের শিকার৷ স্বামী অত্যাচার করে তার উপর৷ এত মারধর করে যে সারা শরীরে কালশিটে পড়ে যায়৷ তবে মুখ বুজে সহ্য না করে তিনি পাল্টা প্রতিশোধ নেন৷ এমনই গল্প উঠে আসবে ডার্লিংস ছবিতে৷ অন্তত ছবির ট্রেলার দেখে এটাই বোঝা যাচ্ছে৷ স্বামীর উপর স্ত্রীর অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন বহু নেটিজেন৷ এভাবে আলিয়া ভাট গার্হস্থ্য হিংসার প্রচার করছেন বলে অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে৷ যার ফল #BoycottAliaBhatt৷ পুরুষ যখন গার্হস্থ্য হিংসার শিকার হন, তখন সেটা কীভাবে হাসির খোড়াক হয়? এই প্রশ্ন অনেকেই তুলেছেন ট্যুইটারে৷ মহিলাদের উপর অত্যাচার যেমন উচিৎ নয়, তেমনই পুরুষের বিরুদ্ধে অত্যাচারও অনুচিত৷ এই মত উঠে আসছে৷ ফলে মুক্তির আগেই চাপে পড়ছে আলিয়ার ছবি ডার্লিংস৷
advertisement
ছবিতে আলিয়ার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বিজয় ভর্মা৷ তাঁর নাম হয়েছে হামজা৷ ট্রেলারে দেখানো হয়েছে কীভাবে মা-মেয়ের জুটি হামজাকে অপহরণের করে প্রতিশোধ নেয়৷ সেখানেই দেখা গিয়েছে স্বামীকে পেটাচ্ছেন হামজার স্ত্রী৷ কেন এভাবে স্বামীকে মারধর গুরুত্ব পেয়েছে? এর ফলে ঘরে ঘরে হিংসা ছড়াবে এমন অভিযোগ উঠতে শুরু করেছে৷
এর আগেও সড়ক ২ মুক্তির সময় এভাবে আলিয়া বিরুদ্ধে সরব হয়েছিলেন বহু নেটাগরিক৷ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে জনরোষ তৈরি হয়েছিল৷ বলিউডে স্টার কিডদের বাড়বাড়ন্ত, তাতে করণ জোহরের মদত নিয়ে প্রচুর নেটিজেন সোচ্চার হয়েছিলেন৷ বারবার উঠে এসেছিল আলিয়া, করণদের বয়কটের ডাক৷ ফলে সড়ক ২ পুরোপুরি ফ্লপ হয়৷ এখন অপেক্ষা ডার্লিংস মুক্তির৷ ট্যুইটারে এসব শোরগোল থামিয়ে সত্যিই কী শেষ হাসি হাসবেন আলিয়ার প্রযোজিত এবং অভিনীত ছবি, তারই অপেক্ষা৷