অর্চিতা অভিনীত নাটকগুলি হল রোদ, ওয়ারিশনামা,অরুনুদয়ের তরুন দল আরও বহু৷ বন্ধন, ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, কাঠবিড়লী, নবাব এলএলবি, ছক, ফিরে দেখা, জলকিরণ ছবিগুলিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমা নাটক ছাড়া ওটিটিতেও অর্চিতা স্পর্শিয়া কাজ করেছেন। যার মধ্যে রয়েছে আবাসিক হোটেল, পাঁচফোড়ন, বউ ডাইরিজ।