Popular Bangladeshi actress admitted to Hospital: হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, হল অ্যাপেন্ডিক্সের অপারেশন

Last Updated:
অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া হাসপাতালে ভর্তি, উদ্বিগ্ন ভক্তকূল৷
1/6
ঢাকা হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া৷ ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
ঢাকা হাসপাতালে ভর্তি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া৷ ঢাকার ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
advertisement
2/6
শনিবার রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে তাঁর৷ কিছুদিন ধরেই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী৷ অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক৷ সেই মতো কোনও ঝুঁকি না, ডাক্তারের কথা মতো সরাসরি অপারেশনের পথেই হাঁটলেন অভিনেত্রী৷ তার অস্ত্রোপচার করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির।
শনিবার রাতে অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়েছে তাঁর৷ কিছুদিন ধরেই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় ভুগছিলেন ছোটপর্দার এই অভিনেত্রী৷ অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসক৷ সেই মতো কোনও ঝুঁকি না, ডাক্তারের কথা মতো সরাসরি অপারেশনের পথেই হাঁটলেন অভিনেত্রী৷ তার অস্ত্রোপচার করেছেন প্রফেসর ডক্টর ফিরোজ কবির।
advertisement
3/6
অস্ত্রোপচারের পর স্পর্শিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রিয় অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
অস্ত্রোপচারের পর স্পর্শিয়া এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তিনি। এদিকে প্রিয় অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন তাঁর অনুরাগীরা।
advertisement
4/6
অর্চিতা স্পর্শিয়া খুবই পরিচিত মুখ৷ ছোটপর্দা এবং বড়পর্দায়, দু’টি ক্ষেত্রেই তিনি সমান জনপ্রিয়৷ এছাড়াও বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি খুব জনপ্রিয়৷ তাঁকে দেখা গিয়েছিল নবাব এলএলবি ছবিতে৷
অর্চিতা স্পর্শিয়া খুবই পরিচিত মুখ৷ ছোটপর্দা এবং বড়পর্দায়, দু’টি ক্ষেত্রেই তিনি সমান জনপ্রিয়৷ এছাড়াও বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি খুব জনপ্রিয়৷ তাঁকে দেখা গিয়েছিল নবাব এলএলবি ছবিতে৷
advertisement
5/6
এখন মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ফিরে দেখা৷ অভিনেতা নিরবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন তিনি৷ ছবিটি তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রোজিনা৷
এখন মুক্তির অপেক্ষায় তাঁর ছবি ফিরে দেখা৷ অভিনেতা নিরবের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন তিনি৷ ছবিটি তৈরি করেছেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রোজিনা৷
advertisement
6/6
অর্চিতা অভিনীত নাটকগুলি হল রোদ, ওয়ারিশনামা,অরুনুদয়ের তরুন দল আরও বহু৷ বন্ধন, ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, কাঠবিড়লী, নবাব এলএলবি, ছক, ফিরে দেখা, জলকিরণ ছবিগুলিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমা নাটক ছাড়া ওটিটিতেও অর্চিতা স্পর্শিয়া কাজ করেছেন। যার মধ্যে রয়েছে আবাসিক হোটেল, পাঁচফোড়ন, বউ ডাইরিজ।
অর্চিতা অভিনীত নাটকগুলি হল রোদ, ওয়ারিশনামা,অরুনুদয়ের তরুন দল আরও বহু৷ বন্ধন, ইতি তোমারই ঢাকা, আবার বসন্ত, কাঠবিড়লী, নবাব এলএলবি, ছক, ফিরে দেখা, জলকিরণ ছবিগুলিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। সিনেমা নাটক ছাড়া ওটিটিতেও অর্চিতা স্পর্শিয়া কাজ করেছেন। যার মধ্যে রয়েছে আবাসিক হোটেল, পাঁচফোড়ন, বউ ডাইরিজ।
advertisement
advertisement
advertisement