TRENDING:

আহা রে মন রিভিউ: মনের ভিতর যে উচাটন চলে, তাই আসলে ‘আহারে মন !’

Last Updated:

প্রেম করেন? প্রেম করেছেন? প্রেমে দাগা খেয়েছেন? অথবা এখনও প্রেমের জন্য অপেক্ষায় আছেন? কিংবা প্রেম করেন, কিন্তু সাহস নেই বলার৷ যদি না বলে দেয় সে !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রেম করেন? প্রেম করেছেন? প্রেমে দাগা খেয়েছেন? অথবা এখনও প্রেমের জন্য অপেক্ষায় আছেন? কিংবা প্রেম করেন, কিন্তু সাহস নেই বলার৷ যদি না বলে দেয় সে !... গোলমেলে প্রশ্ন, গোলমেলে অনুভূতি, কখনও ছেড়ে দেওয়া, কখনও আঁকড়ে রাখা ৷ প্রতিনিয়ত মনের ভিতর যে উচাটন চলে, তাই আসলে আহারে মন ৷ উপরের সবকটি প্রশ্নের উত্তর আসলে আহারে মন ৷ পরিচালক প্রতীম ডি গুপ্তা তাঁর এই চতুর্থ নম্বর ছবি ‘আহা রে মন’-এ এই খামোখা খেয়াল, উচাটানকে একমুঠো করে চারটি ভিন্ন গল্পে ছড়িয়ে দিয়েছেন ৷ আর এর এর ফলাফলই, সিনেমা হল থেকে বেরিয়ে ‘আহা.. মন ভালো করা ছবি !’
advertisement

পরিচালক প্রতীম ডি গুপ্তা, টলিউডে  অন্যরকম ভাবে অ-চেনা নয় এমন গল্প বলতেই যে এসেছেন, তা ফের প্রমাণিত করলেন ‘আহারে মন’ ছবিতে ৷ ছবির গল্পবলার স্টাইল তাঁর আগের ছবি সাহেব বিবি গোলাম-এর সঙ্গে মিললেও, সেখানে তিন গল্পের মিল হয়ে তৈরি করে একটি গল্প ! এখানে কিন্তু জোড়ায় জোড়ায় গল্পের কানেকশন৷

এই ছবিতে গল্পগুলো চারটে ভিন্ন পরিস্থিতি, ভিন্ন সময়, চারটে ভিন্ন আর্থ-সামাজিক অবস্থান ৷ তবে মিল রয়েছে  মনের উচাটানে ৷ ঠিক যেন ভালোবাসার মন্তাজ ৷

advertisement

প্রতীম চারটে গল্পকেই একসঙ্গে বলেছেন ৷ তবে একেকটি একেক রকমভাবে ৷ কোনও গল্পই একের পিঠে উঠে গণ্ডগোল পাকায়নি ৷ আর এখানেই পরিচালনার মুন্সিয়ানা দেখিয়েছেন প্রতীম ৷ তবে প্রতীম প্রথম বাজিটা মেরেছেন অভিনেতা নির্বাচনে ৷ কারণ, আহা রে মন এমন একটি ছবি, যা কিনা বেশিরভাগটাই দাঁড়িয়ে রয়েছে অভিনয়ের ওপর ভর করে ৷ আর সেদিক থেকে অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, পাওলি দাম, আদিল হুসেন, পার্নো মিত্র, ঋত্বিক অসাধারণ৷  বিশেষ করে চিত্রাঙ্গদা চক্রবর্তী ৷ তিনি যে বেশ কিছুদিন টলিউডে রাজত্ব করতে এসেছেন, তা প্রমাণ করেছেন প্রতিটি দৃশ্যে ! ও হ্যাঁ, দেবও রয়েছেন ছবিতে, নিজের মতো করেই ৷

advertisement

এই ছবি গল্প বলে মোট চারটি ৷ প্রথমটি, এক বৃদ্ধ-বৃদ্ধার (অঞ্জন দত্ত- মমতা শংকর), দ্বিতীয়টি, মধ্যবয়স্ক দুই ব্যক্তির (আদিল হুসেন-পাওলি), তৃতীয়, দুই চোরের (ঋত্বিক-পার্নো), চতুর্থ ক্যানসারে আক্রান্ত একটি মেয়ের (চিত্রাঙ্গদা) ৷ চারটি গল্পেই প্রেম রেখেছেন প্রতীম৷ তবে প্রত্যেকটি স্বাদ আলাদা আলাদা ৷ কোনটায় অপেক্ষার স্বাদ তো, কোনটায় প্রাপ্তি ৷ আবার কোনটায় স্বপ্নপূরণ ৷ তবে প্রত্যেকটি গল্পকেই প্রতীম যেন শেষ করেছেন ‘ভালো থাক মন’-কোটেশনে ৷

advertisement

আহা রে মন, কবিতার মতো ছবি ৷ যা কিনা প্রথম পাতায় ছন্দে অমিল, অগোছালো ৷ তবে কবিতা যত এগোতে থাকে, তখন ছন্দও মিলতে থাকে ৷ তবে ফের যেন শেষ লাইনে এসে, কবিতার দৈর্ঘ্য বাড়তে চায় ৷ তবে তা একেবারেই মগজে বা মনের ভিতর ৷ আর এই কবিতায় ছন্দ মেলানোতে সাহায্য করে নীল দত্তের আবহসঙ্গীত ৷ ভালো লাগে সৃজিত মুখোপাধ্যায়ের লেখা আহারে মন গানটিও ৷

advertisement

আহা রে মন ছবির চারটি গল্প জোড়ায় জোড়ায় সামনে এসে দাঁড়ায় ৷ যা কিনা ছবির শেষ ভাগে এসেই বোঝা যায় ৷ আর জোড়া গল্পে, একটিতে প্রাপ্তি, আরেকটিতে অপেক্ষা রেখে দেন প্রতীম ৷ আর সেটাই যেন গোটা ছবির আসল ক্লাইম্যাক্স হয়ে যায় ৷

সহজ কথায় বলতে গেলে প্রতীমের ‘আহা রে মন’ ফুরফুরে এক বাংলা ছবি ৷যা কিনা মন ভালো করতে ওস্তাদ ৷ আহা রে মন এমন একটা ছবি, যা কিনা এই চরম গরমে হালকা, ঝিরঝিরে বৃষ্টির মতো ৷ আর পাশে থাকা আপনার প্রিয়জন ৷ মন তো আহারে বলে উঠবেই!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আহা রে মন রিভিউ: মনের ভিতর যে উচাটন চলে, তাই আসলে ‘আহারে মন !’