সোশ্যাল মিডিয়ায় নবাগত জুটি আহান এবং অনীতের ফ্যান পেজগুলিতে ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পার্টির আনন্দ-যাপনের মুহূর্তগুলি ছড়িয়ে পড়েছে। সেখানেই অনীতের কপালে আহানের চুম্বনের মিষ্টি মুহূর্তটি ধরা পড়েছে। পর্দার বাইরেও এই নতুন জুটির গভীর রসায়ন স্পষ্ট হয়ে গিয়েছে। যা দেখে মন গলেছে ভক্তদেরও। এক ভক্ত লিখেছেন, ‘Screaminggggggg ahhhhh।’ অন্য একজন আবার লিখেছেন যে, ‘এই মুহূর্তে লাফাচ্ছি, চিৎকার করছি আর রীতিমতো পাগল হয়ে যাচ্ছি।” তৃতীয় এক ভক্ত লিখেছেন যে, ‘দু’জনেই কী মিষ্টি!” অন্য এক নেটিজেন অবশ্য লিখেছেন যে, “এটা তো শুধু বন্ধুত্বের একটা চুম্বন। বিশেষ কিছু নয়!’
advertisement
এদিকে ‘সাইয়ারা’ ছবির সাফল্যের পার্টির একাধিক ছবি ভাগ করে নিয়েছেন আহানের মা ডিয়ান পাণ্ডে। ক্যাপশনে তিনি লিখেছেন যে, ‘আমার মিষ্টি পুত্র যেন নিজের পরিচালকের দিক থেকে যেন চোখ ফেরাতেই পারছেন না। পরিচালকের প্রতি ওঁর যে ভালবাসা এবং সম্পর্ক রয়েছে, সেটা আমি দেখতে পাচ্ছি। @mohitsuri আপনি আমাদের জীবনে রয়েছেন বলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনি সেরা, আপনি ম্যাজিক্যাল। আর @sumanaghoshs আপনি ঠিক পুতুলের মতো, খুবই কিউট। অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য খুবই আনন্দিত। আপনি করে দেখিয়ে দিয়েছেন। @shanoosharmarahihai আপনার জন্য আমার মনে রয়েছে অনেক ভালবাসা। অনেক কিছু বলার আছে আপনাকে। খুব শীঘ্রই আপনার সঙ্গে বসে মনের কথা বলব। আমার আহানের জন্য আপনি ছিলেন, তার জন্য ধন্যবাদ এবং ভালবাসা।’
এখানেই শেষ নয়, আহানের নায়িকা অনীতের প্রশংসাতেও পঞ্চমুখ হতে দেখা গেল ডিয়ানকে। তিনি লিখেছেন যে, ‘@aneetpadda_ এভাবেই তারুণ্যে তরতাজা থাকো, নিষ্পাপ-সরল থাকো। তুমি একজন দুর্ধর্ষ অভিনেত্রী। তোমার জন্য অত্যন্ত গর্বিত। @ahaanpandayy আমার পুত্র, তুমি আমার মন-প্রাণ, আত্মা, আমার জীবন, আমার সব কিছু। আমার, তোমার বাবা, তোমার দিদি এবং তোমার আশপাশে থাকা সকলের জন্য এক পরীকে পৃথিবীতে আনার জন্য ধন্যবাদ। এভাবেই থাকো সারাটা জীবন। তোমায় খুবই ভালবাসি, তোমার জন্য খুবই গর্বিত। আরও উজ্জ্বলতা ছড়িয়ে দিতে থাকো। আর এই বিশ্বাসটা সব সময় বজায় রেখো।’