TRENDING:

Viral Urfi Javed: ক্যামেরার সামনে জামা-কাপড় পরছেন উর্ফি জাভেদ! হুঁশ ফিরতেই গেলেন চমকে! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল

Last Updated:

Viral Urfi Javed|Urfi Javed Changes Dress|On Camera Urfi Javed Changes Dress|Bollywood|Gossip: ক্যামেরা অন হয়ত না বুঝতে পেরেই পোশাক পরিবর্তন করছিলেন উর্ফি জাভেদ, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মডেল অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed) বর্তমানে অত্যন্ত জনু্পি. হয়েছেন সোশ্যাল মিডিয়ার দৌলতে বিগ বস ওটিটিতে (Bigg Boss OTT) তিনি প্রবেশ কররা পর থেকে কেমন যেন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে হঠাৎ করেই চলে এসেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় দিনের পর ফ্যান ফলোয়ারের সংখ্যা বাড়তে শুরু করেছে ৷ ফের একবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন উর্ফি জাভেদ (Urfi Javed) ৷ আগুন ধরিয়েছেন নিজের আদা দিয়ে ৷ উর্ফি জাভেদ (Urfi Javed) সব সময়েই নিজের পাগল করা আন্দাজ দিয়ে সকলকে মাতিয়ে রেখেছেন ৷
উর্ফি জাভেদ, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
উর্ফি জাভেদ, ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement

এক একবার এক রকমের অবতারে ভাইরাল হয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সবাই ফিদা হয়েছেন ৷ এই ভিডিওতে দেখতে পাওয়া গিয়েছে নাগিন রূপে উর্ফি জাভেদ (Urfi Javed) ক্যাটওয়াক করছেন ৷ ক্যাপশনে লিখেছেন নিজেই নিজের রূপকে নাগিনের সঙ্গে তুলনা করেছেন ৷ তাতে অনেকেই মনে করছেন যেন আগামী সময়ে নাগিন রূপে উর্ফি জাভেদকে দেখা যেতেও পারে ৷

advertisement

একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক নাগিন ৬-এর জন্য জনগণ অত্যন্ত আগ্রহে অপেক্ষা করছেন ৷ তারই মাঝে এক দুর্দান্ত ভিডিও পোস্ট করে অনেক ধরনের জল্পনা উস্কে দিলেন উর্ফি জাভেদ ৷ বিনোদনের জগতে উর্ফি জাভেদ পা রেখেছেন বিগ বস ওটিটির মাধ্যমে ৷ তারপরেই নিজের পোশাক নিয়ে বারেবারে সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ বিদ্রুপের শিকার হয়েছেন তবুও কি আর উর্ফি জাভেদকে (Urfi Javed) থামানো যায় দিনের পর দিন তাঁর সেক্সিনেসে মেতেছেন সোশ্যাল মিডিয়ার জনগণ ৷

advertisement

আরও পড়ুন: Viral Video|Nora Fatehi Troll: Bold বুককাটা টপে নোরা ফতেহি, হাঁটতে হাঁটতে উথলে পড়ছে ভরা যৌবন! নাচছে শরীরের বিশেষ অংশ, ভাইরাল ভিডিও

এরই মাঝে উর্ফি জাভেদ (Urfi Javed) এই নামটি ঘুরে ফিরে বারেবারে সবার মনে আসে কেননা তিনি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় সব সময়েই তিনি এমন ছবি বা ভিডিও শেয়ার করে থাকেন যেখানে ভক্তদের নজর টিকে থাকে ৷ তিনি যেমন ভাবেই সোশ্যাল মিডিয়ায় আসেন না কেন প্রতিবারেই তোলেন ঝড় ৷ ভিডিও নিমেষেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Urfi Javed: ক্যামেরার সামনে জামা-কাপড় পরছেন উর্ফি জাভেদ! হুঁশ ফিরতেই গেলেন চমকে! ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল