TRENDING:

‘পোলা’ র গান গেয়ে ভাইরাল বাংলাদেশের ‘মাইয়া’ টুম্পা !

Last Updated:

‘অপরাধী পোলা’র গানে গেয়ে ভাইরাল বাংলাদেশের ‘মাইয়া’ টুম্পা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: কিছুদিন আগে চোখের ইশারায় গোটা দুনিয়াকে কাবু করেছিলেন দক্ষিণী প্রিয়া প্রকাশ ৷ আর এবার বাংলাদেশের টুম্পা ঝড় তুললেন সোশ্যাল মিডিয়ায় ! তবে চোখের ইশারায় নয়, বরং এক গানেই মাত করলেন টুম্পা ৷ নেটিজেনদের হৃদয় ছুঁয়ে টুম্পা সোশ্যাল মিডিয়ার হার্টথ্রব ! তা কী রয়েছে টুম্পা খানের গানে ?
advertisement

টুম্পার গানের কথায়, রয়েছে প্রেমে বিরহের আভাস ৷ এক ‘পোলা’ যে প্রেমে দাগা দিয়েছে ‘মাইয়া’কে তা টুম্পার গানের কথায় স্পষ্ট ৷ কষ্ট মেশানো সুরে, টুম্পার গানের কথা ঠিক এইরকম ‘পোলা ও পোলা রে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে...’

সোশ্যাল মিডিয়া কিন্তু সব সময়ই তৎপর ৷ রাতারাতিই এক ক্লিকে শহর থেকে রাজ্যে, দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে ঘরের ছেলেমেয়ে ৷ তা স্যান্ডি সাহা হোক কিংবা বাংলাদেশের হিরো আলম অথবা ঢিনচ্যাক পুজা, হাল ফিলের প্রিয়া প্রকাশ ৷ টুক করে সোশ্যালের হাত ধরে ভাইরাল হয়ে পড়ছেন অনেকেই ৷ ঠিক যেমন কিছুদিন আগে মুক্তি পাওয়া আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ৷ যেখানে বাবার ভয়ে মেয়ে বুরখা পড়ে গান হয়ে ওঠে ইউটিউব সেনসেশন ৷ সে পথেই যেন এগোচ্ছে বাংলাদেশের এই টুম্পা ৷ গানটি শুনুন...

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পোলা’ র গান গেয়ে ভাইরাল বাংলাদেশের ‘মাইয়া’ টুম্পা !