কেউ আবার বলছেন ওসব কিছুই না। আসলে জাহ্নবীর সঙ্গে প্রেমটা মোটেই দাঁড়ায়নি কার্তিকের। সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছিল। তিতিবিরক্ত কার্তিক না কি নিজেই পরিচালককে বলেন জাহ্নবীকে ছবি থেকে সরিয়ে দিতে। সেটা না হওয়ায় কার্তিক নিজেই সরে গিয়েছেন। তবে এখনও পর্যন্ত বিশ্বাসযোগ্য কারণ বলে যেটা মনে হচ্ছে সেটা হল পরিচালক বনাম নায়কের টাকা নিয়ে মনোমালিন্য। এই ছবি যখন কার্তিক বেছে নিয়েছিলেন তখন তিনি সবে জনপ্রিয় হতে শুরু করেছেন। এর পরেই উল্কাগতিতে উত্থান হয় কার্তিকের। হিট ছবি থেকে দামি ব্র্যান্ড এনডোর্সমেন্ট সব মিলিয়ে মহাতারকা স্টেটাস পেয়ে যান তিনি। তখনই তাঁর মনে হয় যে এই ছবির জন্য যে টাকা তিনি পাচ্ছেন সেটা খুবই কম। আর এতেই চটে যান পরিচালক। যে টাকায় রফা হয়েছে তার চেয়ে এক পয়সাও বেশি দেব না বলেন তিনি।
advertisement
তবে কারণ যাই হোক না কেন, এখন করণের শিয়রে শমন। তাঁকে খুঁজে বের করতে হবে কার্তিকের বিকল্প। প্রথমে বাজারে জোর খবর ছিল যে অক্ষয় কুমার (Akshay Kumar) করছেন কার্তিকের পরিবর্তে এই চরিত্র। তবে অক্ষয় নিজে কখনও সে কথা বলেননি। শোনা গিয়েছে পরিচালক নাকি পাগলের মতো অনলাইন অডিশন নিচ্ছেন এই চরিত্রের জন্য। অতিমারীর পরিস্থিতি একটু সামলে গেলেই তিনি ছবির কাজ শুরু করে দিতে চান। কিন্তু এত তাড়া কীসের? কারণ এর পরেই নাকি অনেক দিন পর আবার ছবি পরিচালনায় ফিরছেন তিনি!