সূত্রের খবর অনুযায়ী, আমিরের সুপারহিট ছবি ‘পিকে’র মুক্তি পাওয়ার পরেই পথ নিরাপত্তার মেগা শো-এর জন্য মনোনিত করা হয়েছিল আমির খানকে ৷ ২০১৪ সালের ডিসেম্বর মাসে এই ব্যাপারে আমিরের সঙ্গে কথা বলেছিলেন সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ মন্ত্রীর সঙ্গে কথা বলে বিনা পারিশ্রমিকে এই ক্যাম্পেন করতে রাজি হয়ে যান আমির খান৷ তবুও নাকি এই ক্যাম্পেনের জন্য নতুন মুখ খুঁজছে পরিবহন দফতর ৷ এমনটি প্রকাশ্যে স্বীকার করেন শো-য়ের পরিচালক পীযূশ পান্ডে ৷ তাঁর কথা, ‘সমস্ত কিছু ঠিক হওয়া সত্ত্বেও নীতিন গডকড়ির অনুষ্ঠানের জন্য গত অক্টোবরে পথ নিরাপত্তা’র মেগা শো শুরু করা সম্ভব হয়নি। চলতি বছরেই শুরু করার কথা ছিল। কিন্তু সম্প্রতি আমির খানের ‘অসহিষ্ণুতা’ মন্তব্য নিয়ে সারাদেশে ঝড় বয়ে গিয়েছে। তাই আমিরের জায়গায় অন্য কাউকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সড়ক-পরিবহণ মন্ত্রক ৷’
advertisement
প্রথমে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ তারপর ‘পথ নিরাপত্তা’ ৷ একে একে আমিরকে সরানোর ঘটনায় ফের জোরালো হচ্ছে ‘অসহিষ্ণুতার’ প্রসঙ্গ ৷ বিভিন্ন রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই প্রশ্নেই !
