TRENDING:

বাহুবলিকে হারাতে এবার আসছে রামায়ণ ও শিবাজি!

Last Updated:

মুক্তির ১০ দিনের মধ্যেই বাহুবলি-র ঝুলিতে হাজার কোটি ! আজ অবধি কোনও ভারতীয় ছবি গোটা বিশ্বে এরকম সাফল্য পায়নি৷ তাই এবার বাহুবলির রেকর্ড ভাঙতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: মুক্তির ১০ দিনের মধ্যেই বাহুবলি-র ঝুলিতে হাজার কোটি ! আজ অবধি কোনও ভারতীয় ছবি গোটা বিশ্বে এরকম সাফল্য পায়নি৷ তাই এবার বাহুবলির রেকর্ড ভাঙতে কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সব পরিচালকই ! এই যেমন দক্ষিণীর জনপ্রিয় পরিচলাক আল্লু অরবিন্দ, এবার তৈরি করতে চলেছেন রামায়ণ ৷ আর শোনা যাচ্ছে আলু অরবিন্দের এই রামায়ণ তৈরি হবে ৫০০ কোটি টাকা খরচ করে ৷
advertisement

শুধু তাই নয়, রাজা মৌলির বাহুবলি যেমন দু’ভাগে মুক্তি পেয়েছিল, তেমনি রামায়ণ ছবিটিকেও ৩ ভাগে তৈরি করার কথা ভাবছেন আল্লু অরবিন্দ ৷ সাংবাদ মাধ্যমকে আল্লু অরবিন্দ জানিয়েছেন, ‘রামায়ণ আমাদের মহাকাব্য ৷ এর মধ্যে সিনেমার দারুণ উপাদান রয়েছে ৷ একটু বড়ভাবে যদি ভাবা যায়, তাহলে খুব ভালো সিনেমা তৈরি হতে পারে রামায়ণ নিয়ে !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

তবে শুধু আল্লু অরবিন্দ নয়, বাহুবলির চিত্রনাট্যকর বিজয়েন্দ্র এবার হাত দিতে চলেছে তাঁর নতুন ছবিতে ৷ আর এবার তিনি শিবাজিকে জীবনকেই পর্দায় তুলে আনতে চান ৷ বিজয়েন্দ্র-র কথায়, ‘শিবাজির মতো সাহসী মানুষ ভারতীয় ইতিহাসে খুবই কম আছে ৷ তাই শিবাজি-র গল্পকেই তুলে আনতে চাই পর্দায় ৷ ’

বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলিকে হারাতে এবার আসছে রামায়ণ ও শিবাজি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল