TRENDING:

কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায়, দেখুন ভিডিওতে

Last Updated:

‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃসংবাদ ৷ শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক ৷ কিন্তু শেষটা কেমন হবে ? শেষরক্ষা হবে কী ? ডাক্তারের কুকীর্তি ফাঁস হয়ে মেজকুমার আর বিম্ববতীর সুখের সংসার কি শুরু হবে ? আদৌ কি শাস্তি পাবেন ডাক্তার ঠাকুরপো ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ‘সন্ন্যাসী রাজা’ ধারাবাহিকের দর্শকদের জন্য দুঃসংবাদ ৷ শেষ হতে চলেছে স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিক ৷ কিন্তু শেষটা কেমন হবে ? শেষরক্ষা হবে কী ? ডাক্তারের কুকীর্তি ফাঁস হয়ে মেজকুমার আর বিম্ববতীর সুখের সংসার কি শুরু হবে ? আদৌ কি শাস্তি পাবেন ডাক্তার ঠাকুরপো ? তা জানতেই এখন উৎসুক হয়ে রয়েছেন ‘সন্ন্যাসী রাজা’র ভক্তকূল ৷
advertisement

আরও পড়ুন: দীতিপ্রিয়ার সেই বাবা-ই এখন তার ছেলে !

সেই শেষ অধ্যায়েরই ঝলক দেখা গেল কয়েক মিনিটের এক ঝলকে ৷ শেষ অধ্যায়ের একটি প্রোমো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং মেজবৌ রানি থুড়ি বিম্ববতী থুড়ি অদ্রিজা রায় ৷ সেই প্রোমো দেখে মোটামুটি আন্দাজও করা যাচ্ছে শেষ এপিসোডের বিষয়ে ৷ সেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীদের সামনে ডাক্তারের মুখোশ খুলে দিচ্ছেন মেজবৌ রানি ৷ কিন্তু হেরে গিয়েও ছেড়ে দেওয়ার পাত্র নন ডাক্তার ৷ হঠাৎই পিস্তল বের করে বিম্ববতীর বুকে গুলি চালিয়ে দেন তিনি ৷ রক্তাক্ত অবস্তায় মেজকুমারের কোলে ঢলে পড়েন বিম্ব ৷ এখানেই প্রোমো শেষ হলেও আদতে কী হবে সেদিনের অধ্যায়ে তা জানতে গেলে তো অবশ্যই আপনাকে দেখতে হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায় ৷

advertisement

আরও পড়ুন: ‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বাধীনতাপূর্ব পর্বের এক প্রভাবশালী জমিদার বংশ, তাঁদের সাংসারিক লড়াই, স্বদেশী আন্দোলন আর স্বার্থান্বেষী ডাক্তার ঠাকুরপো- এঁদের নিয়েই ছিল ‘সন্ন্যাসী রাজা’র গল্প ৷ শুরুর সময় কয়েকটা এপিসোডে বড় পর্দার ‘সন্ন্যাসী রাজা’র সঙ্গে একটু আধটু মিল পাওয়া গেলেও সময় যত এগিয়েছে, গল্প ততই মোড় নিয়েছে অন্যদিকে ৷ অবশেষে আগামী রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
কেমন হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায়, দেখুন ভিডিওতে