আরও পড়ুন: দীতিপ্রিয়ার সেই বাবা-ই এখন তার ছেলে !
সেই শেষ অধ্যায়েরই ঝলক দেখা গেল কয়েক মিনিটের এক ঝলকে ৷ শেষ অধ্যায়ের একটি প্রোমো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বয়ং মেজবৌ রানি থুড়ি বিম্ববতী থুড়ি অদ্রিজা রায় ৷ সেই প্রোমো দেখে মোটামুটি আন্দাজও করা যাচ্ছে শেষ এপিসোডের বিষয়ে ৷ সেখানে দেখা যাচ্ছে, গ্রামবাসীদের সামনে ডাক্তারের মুখোশ খুলে দিচ্ছেন মেজবৌ রানি ৷ কিন্তু হেরে গিয়েও ছেড়ে দেওয়ার পাত্র নন ডাক্তার ৷ হঠাৎই পিস্তল বের করে বিম্ববতীর বুকে গুলি চালিয়ে দেন তিনি ৷ রক্তাক্ত অবস্তায় মেজকুমারের কোলে ঢলে পড়েন বিম্ব ৷ এখানেই প্রোমো শেষ হলেও আদতে কী হবে সেদিনের অধ্যায়ে তা জানতে গেলে তো অবশ্যই আপনাকে দেখতে হবে ‘সন্ন্যাসী রাজা’র শেষ অধ্যায় ৷
advertisement
আরও পড়ুন: ‘সত্যিই ভালবাসি আমি’, কাকে ভালবাসেন ‘ফিদা’-র নায়িকা সঞ্জনা ?
স্বাধীনতাপূর্ব পর্বের এক প্রভাবশালী জমিদার বংশ, তাঁদের সাংসারিক লড়াই, স্বদেশী আন্দোলন আর স্বার্থান্বেষী ডাক্তার ঠাকুরপো- এঁদের নিয়েই ছিল ‘সন্ন্যাসী রাজা’র গল্প ৷ শুরুর সময় কয়েকটা এপিসোডে বড় পর্দার ‘সন্ন্যাসী রাজা’র সঙ্গে একটু আধটু মিল পাওয়া গেলেও সময় যত এগিয়েছে, গল্প ততই মোড় নিয়েছে অন্যদিকে ৷ অবশেষে আগামী রবিবার শেষ হতে চলেছে এই ধারাবাহিক ৷