পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদিত্যর পরিবার ও বন্ধুরা দাবি করেছে, যে তার মাথায় ও কানের চারপাশে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে৷ আরও জানা গেছে, আদিত্যর এক বন্ধু পুলিশকে জানিয়েছে, গত কয়েকদিন ধরেই শরীর ঠিক না অভিনেতার, অ্যাসিডিটিরও সমস্যা হয়েছিল ৷ শুধু তাই নয়,পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, আদিত্যর পরিচারিকা জানিয়েছেন, সর্দি-কাশির সমস্যায় বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন তিনি৷
advertisement
আরও পড়ুন-‘আর নয়! এবার কিন্তু জুতো দিয়ে মারব’, অজয়কে কেন একথা বললেন কাজল? তুমুল শোরগোল
আরও পড়ুন-অবশেষে জামিনে ছাড়া পেলেন নোবেল, দিতে হল নগদ ১০ হাজার টাকা, বেরিয়েই যা বললেন…
দুপুর ২ টো থেকে আড়াইটার মধ্যে আদিত্য বাথরুমে যান। তখনই তার বাড়ির পরিচারিকা একটি শব্দ শুনতে পান এবং অভিনেতাকে মেঝেতে দেখতে পান। তারপরই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন৷ বাথরুমেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়েন মডেল তারকা৷ আদিত্য আন্ধেরির ১১ তলার হাইরাইজে একাই থাকতেন৷ মুম্বইয়ের একজন জনপ্রিয় অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে সকলেই হতবাক৷ একাধিক অভিনেতাদের সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন তিনি৷ একাধিক বিজ্ঞাপনে তো কাজ করেছেন, এছাড়াও ‘স্প্লিটসভিলা ৯’-এও অংশগ্রহণ করেছিলেন আদিত্য৷ এছাড়াও ‘কোড রেড’, ‘আওয়াজ সিজন ৯’, ‘ব্যাড বয় সিজন ৪’-এর মতো টিভি প্রজেক্টের সঙ্গে যুক্ত ছিলেন৷ তার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগত৷