মুম্বই থেকে আপাতত অনেকটা দূরে অনন্যা-আদিত্য। পোর্তুগালের লিসবনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়ক-নায়িকা। তাঁদের একান্ত মুহূর্তের সেই ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।আদিত্যর পরনে কালো টি শার্ট আর ক্যাপরি। অনন্যা পরেছেন কালো রঙের ম্যাক্সি ড্রেস। চেনা শহরের ভিড় থেকে দূরে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। অনন্যাকে জড়িয়ে স্কাইলাইনে চোখ রেখেছেন আদিত্য। আবার অনুরাগীদের আবদারে তাঁদের সঙ্গে ছবিও তুলেছে দু’জনে।
advertisement
আরও পড়ুন-পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে! তাও কেন ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, মুখ খুললেন হেমা
আরও পড়ুন-‘সমকামী হলেও নগ্ন হতে পারব না’, নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে
গত বছর থেকে দু’জনের ঘনিষ্ঠতার গুঞ্জনে উত্তাল ছিল বলিউড। হাতে হাত রেখে নির্দ্বিধায় ইতিউতি পৌঁছেও যেতেন তাঁরা। তবে দু’জনেই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনকে এক প্রকার সত্যি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা।
আদিত্যর সঙ্গে সম্পর্কে থাকলেও এখনই সাতপাক ঘোরার কথা ভাবছেন না অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এখন তাঁর বয়স খুবই অল্প। এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন না তিনি।