TRENDING:

Aditi Munshi : বাড়িতে কেককাটার পর তাঁর আনন্দের ভাণ্ডারে জন্মদিনের মুহূর্ত উদযাপন করলেন অদিতি মুন্সী

Last Updated:

গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi ) জন্মদিন ছিল বৃহস্পতিবার ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জুড়ে শুভেচ্ছা ও অভিন্দনের স্রোত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi ) জন্মদিন ছিল বৃহস্পতিবার ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জুড়ে শুভেচ্ছা ও অভিন্দনের স্রোত ৷ বাড়িতেও তাঁর জন্য অপেক্ষা করছিল চমক ৷ সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়েছিল ৷ মধ্যরাতে কেক কাটার পর উড়িয়ে দেওয়া হল লাল বেলুন ৷
advertisement

তার পরও বাকি ছিল উদযাপন ৷ শুক্রবার অদিতি গিয়েছিলেন মধ্যমগ্রামের একটি বিশেষ সংস্থায় ৷ সেখানে তিনি সময় কাটান শিশু ও কিশোরদের মাঝে ৷ বলেন, সেটাই তাঁর ‘আনন্দের ভাণ্ডার’ ৷ সেখানেও সব শিশু ও কিশোর তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানায় ৷ গায়িকা বলেন, ওদের মাঝে সময় কাটাতে তাঁর ভাল লাগে ৷

advertisement

মূলত কীর্তনসঙ্গীত গায়িকা অদিতি অন্য ধারার গানও করেন ৷ বাড়িতে কীর্তনের আসর থেকেই তাঁর গান শেখার সূত্রপাত ৷ কীর্তন নিয়েই করেন উচ্চশিক্ষা ৷ পরে রিয়্যালিটি শো-এর পারফরম্যান্সে তিনি নজর কেড়ে নেন ৷ শো-এর বিজয়িনী হতে না পারলেও জনপ্রিয়তার মাপকাঠিতে তিনি মন জয় করে নেন দর্শক শ্রোতাদের ৷

২০১৮ সালে অদিতি বিয়ে করেন রাজনীতিক দেবরাজ চক্রবর্তীকে ৷ কিছু মাস আগে রাজনীতিতে যোগ দেন অদিতিও ৷ তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ৷ এ বছর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে অদিতি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শমীক ভট্টাচার্যকে পরাজিত করেন ৷

advertisement

বিধায়ক হিসেবে কোভিড যুদ্ধে তিনি ছিলেন এলাকাবাসীর পাশে ৷ তাঁর উদ্যোগে কৈখালিতে তৈরি হয়েছিল সেফ হোম ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

নির্বাচন মিটে গেলেই নাকি তারকাপ্রার্থীদের আর দেখা যায় না জনতার প্রয়োজনে--এই অভিযোগ বহু দিন ধরেই বাংলার রাজনৈতিক দুনিয়ার সঙ্গী ৷ পুরনো এই অভিযোগ খণ্ডনের পথে প্রথম থেকেই পা রেখেছেন অদিতি মুন্সী ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aditi Munshi : বাড়িতে কেককাটার পর তাঁর আনন্দের ভাণ্ডারে জন্মদিনের মুহূর্ত উদযাপন করলেন অদিতি মুন্সী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল