'আদিপুরুষ' ছবির মোশন পোস্টারেই বড় চমক দিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা। যেখানে রামের চরিত্রে প্রকাশ্যে এসেছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস৷ ছবির মোশন পোস্টার দেখেই মুগ্ধ হয়েছেন রাম ভক্তরা। ঝড়ের গতিতে পোস্টার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ফিল্ম অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে ১ মিনিট ৩০ সেকেন্ডের 'আদিপুরুষ' ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন-এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে
আরও পড়ুন-ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক
বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি 'তানাজি'র পরিচালক ওম রাউত-এর আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফ। 'আদিপুরুষ' মুক্তির দিন একাধিকবার পিছিয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন সমালোচনার মধ্যেও জড়িয়ে পড়েছিল এই ছবি। 'আদিপুরুষ' -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটি প্রযোজনা করছেন টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার । সবকিছু ঠিক থাকলে ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।