TRENDING:

Adhuna Bhabani: ফরহানের বিয়ের পর এ বার ক্ষোভ উগরে দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা

Last Updated:

Adhuna Bhabani: ২০১৭ সালে যুগ্মভাবে বিচ্ছিদের কথা জানান ফরহান ও অধুনা৷ তবে তাঁদের সম্পর্কে এখনও সবথেকে বেশি গুরুত্ব পান দুই কন্যা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অধুনা ভবানী (Adhuna Bhabani)৷ ক্ষোভের নিশানায় অবশ্য তাঁর প্রাক্তন স্বামী ফরহান আখতার (Farhan Akhtar) বা তাঁর নববিবাহিতা স্ত্রী শিবানী দাণ্ডেকর (Shibani Dandekar) কেউ নেই৷ অধুনা কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ট্রোলারদের৷ ইনস্টাগ্রামে অধুনা বার্তা দিয়েছেন যে যাঁরা সেখানে নেগেটিভিটি ছড়াবেন, তাঁদের তিনি ব্লক করে দেবেন৷
প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অধুনা ভবানী
প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের পরে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিলেন অধুনা ভবানী
advertisement

অধুনা লিখেছেন, ‘‘মাথা তুলুন ট্রোলাররা৷ এখানে যাঁদের পজিটিভ কিছু দেওয়ার নেই তাঁদের আমি ব্লক করে দেব৷’’ তাঁর বক্তব্য সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন প্রীতি জিন্টা৷ নন্দিতা মহতানি এবং মনীষা কৈরালাও হৃদয় ইমোজি দিয়েছেন মন্তব্য বাক্সে৷

আরও পড়ুন : ‘শব চরিত্র’-র রহস্য ঘিরে আবর্তিত সব চরিত্র, এই প্রথম ওয়েব সিরিজে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী

advertisement

২০১৭ সালে যুগ্মভাবে বিচ্ছেদের কথা জানান ফরহান ও অধুনা৷ তবে তাঁদের সম্পর্কে এখনও সবথেকে বেশি গুরুত্ব পান দুই কন্যা৷ বলিউডের নামী হেয়ারস্টাইলিস্ট অধুনার নিজস্ব প্রোডাক্ট, সালঁ এবং হেয়ারস্টাইলিং ইনস্টিটিউট আছে৷ তিন বছরের প্রেমপর্বের পর ২০০০ সালে বিয়ে করেন ফরহান ও অধুনা ভবানী৷ ১৭ বছর পর ভেঙে যায় তাঁদের দীর্ঘ দাম্পত্য৷ তবে জানিয়েছিলেন তাঁরা মেয়েদের বড় করে তুলবেন সবথেকে বেশি গুরুত্ব নিয়ে৷ সে কথা তাঁরা রেখেছেন৷ আকিরা ও শাক্যর দায়িত্ববান বাবা মা হিসেবে ফরহান ও অধুনা মাঝে মাঝেই একসঙ্গে দুই মেয়ের সঙ্গে সময় কাটান৷ নিজেদে মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে দেননি ফরহান ও অধুনা৷

advertisement

আরও পড়ুন : সন্দীপ রায়ের পরিচালনায় ফের বড় পর্দায় ফেলুদার অভিযান, প্রদোষচন্দ্র মিত্রের ভূমিকায় কি ব্যোমকেশ?

আরও পড়ুন : সাদা জামদানিতে মন জয় বাংলার, আলিয়ার শ্বেতশুভ্র সাজে মজেছেন অনুরাগীরা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

ফরহানের সঙ্গে বিচ্ছেদের পর অধুনা প্রেমে পড়েন নিকোল মোরিয়া-র৷ ঘটনাচক্রে বলিউডের অভিনেতা দিনো মোরিয়ার ভাই হলেন নিকোল৷ ২০১৯-এ নিকোলের সঙ্গে তাঁর সম্পর্কের স্বীকৃতি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অধুনা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Adhuna Bhabani: ফরহানের বিয়ের পর এ বার ক্ষোভ উগরে দিলেন তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল