TRENDING:

Tithi Basu Trolled: 'ট্যালেন্ট না থাকলে এগুলোই দেখাতে হবে', কাঁচা বাদামে নেচে অশ্লীল ট্রোলের মুখে 'ঝিলিক'! দেখুন ভিডিও

Last Updated:

'কাঁচা বাদাম' গানে সম্প্রতি নেচে একটি ভিডিও শেয়ার করেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু (Tithi Basu Trolled)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কিছুদিন আগেই শ্রীলঙ্কার ইয়োহানি ডি সিলভার গাওয়া 'মানিকে মাগে হিথে' গানটি তুমুল ভাইরাল হয়েছিল। দেশ-বিদেশের মানুষ সেই গান গেয়ে বা নিজেদের ভিডিওতে সেটি ব্যবহার করে পোস্ট করেছিলেন। সম্প্রতি তেমনই ভাইরাল হয়েছে বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের 'কাঁচা বাদাম' গানটি। দেশ-বিদেশ থেকে বিভিন্ন মানুষ এই গানে নেচে ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায়। 'কাঁচা বাদাম' গানে সম্প্রতি নেচে একটি ভিডিও শেয়ার করেছিলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তিথি বসু (Tithi Basu Trolled)। আর তাতেই প্রবল সমালোচনার শিকার হলেন তিনি (Tithi Basu Trolled)।
advertisement

স্টার জলসার 'মা' ধারাবাহিকে অভিনয় করে বাঙালির মননে আজও রয়েছেন তিথি ওরফে ঝিলিক (Tithi Basu Trolled)। এই ধারাবাহিকে একটি ছোট্ট মেয়ের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তাঁর অভিনয় দেখে চোখের জল ফেলেছিলেন অনেকে। সেই ঝিলিক এখন অনেক বড় হয়ে গিয়েছেন। ওই একটি ধারাবাহিকের পর তাঁকে অবশ্য এখন আর কোনও ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় না। তবে ভক্তদের সঙ্গে তাঁর সংযোগ বিচ্ছিন্ন হয়নি। তিনি নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন।

advertisement

আরও পড়ুন: শাড়ির দাম ৮ লাখ! ডোনা অর্ডার করেছেন ২০০ শাড়ি, সমস্ত শুনে সৌরভ যা বললেন...

সম্প্রতি ভাইরাল হওয়া 'কাঁদা বাদাম' গানে নেচে একটি ভিডিও পোস্ট করেছিলেন তিথি। ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে হলুদ টপ ও সাদা শর্টস পরে ছাদে 'কাঁচা বাদাম'-এর স্টেপে নাচ করছেন অভিনেত্রী। এর আগেও একাধিকবার বিভিন্ন গানে নেচে ভিডিও শেয়ার করেছেন তিথি। তবে এবারের ভিডিও পোস্ট করার পর থেকেই তাঁর কমেন্ট বক্সে নোংরা অশ্লীল মন্তব্য করেছেন অনেকে (Tithi Basu Trolled)। তাঁর পোশাক নিয়েও সমালোচনা করা হয়েছে। ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে তিথি ক্যাপশনে লিখেছেন, 'এবারে আর দেরি করিনি'। অর্থাৎ ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন: জনপ্রিয় গানের নামেই রহস্য-উপন্যাস, প্রথম বার এমন 'ভূমিকায়' রূপম ইসলাম!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিথির নাচের ভিডিওর কমেন্ট বক্সে তাঁর শরীরের মাপ নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন অনেকে। কারও আবার মন্তব্য, 'একজন মেয়ে হয়ে সত্যি খুব লজ্জা লাগছে।' কেউ লিখেছেন, 'নোংরামির আদর্শ উদাহরণ, ট্যালেন্ট না থাকলে এই গুলোই দেখাতে হবে।' যদিও ট্রোলিং নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিথি। এই ভিডিও শেয়ারের পরেও নিজের স্বভাব মতোই ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। বোঝাই যাচ্ছে, এমন নেতিবাচকতাকে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Tithi Basu Trolled: 'ট্যালেন্ট না থাকলে এগুলোই দেখাতে হবে', কাঁচা বাদামে নেচে অশ্লীল ট্রোলের মুখে 'ঝিলিক'! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল