Sourav Ganguly on Dona Ganguly: শাড়ির দাম ৮ লাখ! ডোনা অর্ডার করেছেন ২০০ শাড়ি, সমস্ত শুনে সৌরভ যা বললেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সেখানে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শাড়ির অর্ডারের কথা জানতে পেরে মাথায় হাত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly on Dona Ganguly)। কিন্তু কেন?
#কলকাতা: ক্রিকেট মাঠের বাইরে টেলিভিশনের পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের 'দাদাগিরি' দর্শকের দারুণ পছন্দের। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে সৌরভের সঞ্চালনায় প্রত্যেক শনি এবং রবিবার এক ঘন্টার পর্বে দর্শকের জন্য থাকে জমজমাট বিনোদন। সাধারণের পাশাপাশি সেলিব্রিটিরাও প্রতিযোগিতায় অংশ নেন। সম্প্রতি দাদাগিরির মঞ্চে থেকে এসেছিলেন নদিয়ার ফুলিয়ার এক বিখ্যাত শাড়ি ব্যবসায়ী বীরেন কুমার বসাক। সেখানে স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের শাড়ির অর্ডারের কথা জানতে পেরে মাথায় হাত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly on Dona Ganguly)। কিন্তু কেন?
কিন্তু গঙ্গোপাধ্যায় বাড়িতে যে 'দাদাগিরি' চলে সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের, সে কথা অনেক সময়ই সৌরভ ইঙ্গিতে জানিয়েছেন শো-এর মঞ্চে (Sourav Ganguly on Dona Ganguly)। নদিয়ার শাড়ি ব্যবসায়ী বীরেন কুমার বসাকের সঙ্গে দাদার আলাপ হওয়ার পরই স্ত্রী ডোনার শাড়ির অর্ডারের কথা জানতে পারেন সৌরভ (Sourav Ganguly on Dona Ganguly)। ওই ব্যবসায়ী বলেন, তাঁর কাছে ৮ লক্ষ টাকা দামেরও শাড়ি রয়েছে। বেশ কয়েকটি নমুনাও দেখান সৌরভকে। এত দামি শাড়ি কারা পরেন, এমন প্রশ্ন করতেও শোনা যায় সৌরভকে।
advertisement

advertisement
আরও পড়ুন: জনপ্রিয় গানের নামেই রহস্য-উপন্যাস, প্রথম বার এমন 'ভূমিকায়' রূপম ইসলাম!
তখনই বীরেন কুমার বসাক সৌরভকে জানান, ইতিমধ্যেই ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর কাছে ২০০ শাড়ির অর্ডার দিয়েছেন। এই কথা জানতে পেরেই মাথায় হাত পরে সৌরভের। যদিও, ব্যবসায়ী পরিষ্কার করে দেন, ৮ লক্ষের কোনও শাড়ি নয়, বরং ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর নাচের স্কুলের ছাত্রীদের জন্য শাড়ির অর্ডার দিয়েছেন। তবে সেই শাড়ির দাম নিয়ে কিছু জানাননি ব্যবসায়ী। শাড়ি ব্যবসায়ী জানান, 'বৌদি (ডোনা) টেলিফোন করেছিলেন আমাকে। বললেন আমার ২০০ শাড়ির দরকার। আমি তখন বললাম বৌদি ২০০ শাড়ি তো আমার একসঙ্গে করা সম্ভব নয়। নাচের অনুষ্ঠানের জন্য চেয়েছিলেন'।
advertisement
আরও পড়ুন: খোলা হয়েছে অক্সিজেন, কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়? হাসপাতাল যা জানাল...
সব শুনে দাদা বেশ মজার ছলে বলেন, 'আপনি ২০০ শাড়ি নিয়ে এলে আমায় একটা ফোন করবেন!' দাদাগিরির মঞ্চে ওই ব্যবসায়ী নিজের সঙ্গে একটি ওয়াল হ্যাঙ্গিং নিয়ে এসেছিলেন। তার মধ্যে সৌরভ গাঙ্গুলির ছবি বোনা হয়েছে যত্ন নিয়ে। এ ছবিতে তিনি সৌরভকে উপহার দিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2022 6:06 PM IST