TRENDING:

'গুড নিউজ' শেয়ার করলেন শ্রাবন্তী! দেখুন ভিডিও

Last Updated:

এরই সঙ্গে তিনি আরও একটি উল্লেখযোগ্য ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রাবন্তীর ছেলে প্রেম করছেন, এমন খবর সামনে এসেছে ক’দিন আগেই৷ এবার ছেলেকে উপদেশ দিলেন মা৷ এবং বোঝাতে গিয়ে তিনি বললেন যে, তুমি যখন বাবা হবে তখন বুঝবে বিষয়টা৷ তবে ছেলেকে কী বিষয় নিয়ে এমন পরামর্শ দিয়েছেন মা শ্রাবন্তী, তা জানা যায়নি৷ কিন্তু এই কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন যে মায়েরা সব সময় সন্তানদের কিছু বোঝাতে গেলেই এটাই বলেন যে মা হলে পরিস্থিত আরও ভাল করে বোঝা যায়৷ শ্রাবন্তী নিজে তাঁর মায়ের থেকে এমন কথা শুনেছেন এবং সেই কথাই তিনি তাঁর ছেলেকেও বললেন৷ আসলে একটি প্রেগন্যান্সি টেস্ট কিটের বিজ্ঞাপনে এই কথাগুলি বলেন অভিনেত্রী৷
advertisement

এরই সঙ্গে তিনি আরও একটি উল্লেখযোগ্য ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ সেখানে লেখা রয়েছে যে, অতীত যতই কঠিন হোক না কেন, আবার নতুন করে শুরু করাই যায়৷ সম্ভবত নিজের কাঁধে একটি ট্যাটু বানিয়েছেন নায়িকা৷ তাতেই এই বুদ্ধের ছবির তলায় এভাবে লেখা হয়েছে৷ তাই নিজের জীবনে যে তিনি এগিয়ে যাবেন, বর্তমান পরিস্থিতি থেকে, সেটা বোঝাই যাচ্ছে৷

advertisement

টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম শ্রাবন্তী। দেব থেকে জিৎ টলিউডের সব তারকার সঙ্গেই জুটি বেঁধে কাজ করেছেন তিনি। সিনেমা জগতে এক ডাকে তাঁকে সবাই চেনে। তবে কেরিয়ারে শ্রাবন্তী যতটা সফলতা পেয়েছেন ব্যক্তিগত জীবন ততটা সফল নয় তাঁর। বিশেষ করে প্রেম, ভালোবাসা, বিয়ে যেন বার বার তাঁর জন্য কষ্টই নিয়ে আসে। মিষ্টি স্বভাবের শ্রাবন্তী যদিও হেরে যাওয়ার মানুষ নন। জীবনে থেমে যেতে নেই। তাহলেই হেরে যেতে হয়। এ কথ যেন তিনি মনে প্রাণে বিশ্বাস করেন। আর তাই বার বার ঠকে গিয়েও মানুষের মধ্যেই খুঁজে বেরান ভালোবাসার মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর শ্রাবন্তী রোশনকে ভালোবেসে বিয়ে করেন। সুখেই ছিলেন তাঁরা। হঠাৎই কানাঘুষো চলতে থাকে রোহনের থেকে আলাদা থাকছেন তিনি। ইনস্টাগ্রামে একে অপরের সব ছবি সরিয়ে দেন তাঁরা। যদিও ফেসবুক পেজে এখনও রোশনের সঙ্গেই তাঁর ছবি আছে। সকলেই বলতে থাকেন তাঁরা হয়তো বিচ্ছেদের পথেই হাঁটতে চলেছেন। কিন্তু এ ব্যাপারে তাঁরা দুজনের কেউ কিছু জানাননি। তবে এর পর থেকে দুজনে আর এক সঙ্গে দেখাও যায়নি। সে যাই হোক। শ্রাবন্তী থেমে থাকার মানুষ নন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'গুড নিউজ' শেয়ার করলেন শ্রাবন্তী! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল