এবার ওয়েব সিরিজে দেখা যাবে সৌমিতৃষাকে৷ হইচইয়ের ওয়েব সিরিজ কালরাত্রি-তে দেখা যাবে টলি নায়িকাকে৷ সম্প্রতি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে৷ যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে নায়িকাকে৷ যার নাম দেবী৷ তার স্বামীর নাম রুদ্র৷ বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতেই দেবীর মনে হয় সংসারটা যেন এক অদ্ভুত৷ স্বামীর সঙ্গে জা-এর সঙ্গে সম্পর্কটা যেন স্বাভাবিক নয়৷ পুরো ঘটনাটা বধূবরণের সময়েই ফুটে ওঠে৷
advertisement
সৌমিতৃষার কালরাত্রির যেন কাল হল৷ নায়িকার স্বামী রুদ্র এবং রাই ঘনিষ্ঠ হয় সেই কালরাত্রির রাতেই৷ এবং নিজের শ্বশুরকেও অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থাতে দেখে ফেলে৷ এবং এরই মাঝে খুন হয় রুদ্র৷ বিয়ে হতে না হতেই কে খুন করল রুদ্রকে? পুরো পরিবারই সন্দেহের তালিকায় থাকে৷ তারপরই তদন্তে আসে পুলিশ৷ এরপর কী হবে দেবীর?
আরও পড়ুন-আঁতুড় কাটতেই বিরাট ভোলবদল…! মেয়ের থেকে দূরে গিয়ে এটা কী করলেন শ্রীময়ী? দেখলে চমক উঠবেন
সোশ্যাল মিডিয়ায় ট্রেলার আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে৷ ট্রেলার শেয়ার করে লেখা হয়েছে-‘সানাইয়ের পরিবর্তে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ, আর উলুর পরিবর্তে চিৎকার! আলতার বদলে আছে রক্ত, আর আত্মীয়দের মধ্যে রহস্য!দেবীর অশুভ বিবাহতে আমন্ত্রণ জানানো হচ্ছে সকলকে’। ওয়েব সিরিজ কালরাত্রি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। মুখ্য ভূমিকায় দেবীর চরিত্রে সৌমিতৃষা কুণ্ডু এবং রুদ্রর চরিত্রে ইন্দ্রাশীষ রায়কে দেখা যাবে । এছাড়াও এই সিরিজে দেখা যাবে রূপাঞ্জনা মিত্র, সৈরীতি বন্দ্যোপাধ্যায়, রাজদীপ গুপ্ত, অনুজয় চট্টোপাধ্যায়-সহ আরও অনেককেই। ৬ ডিসেম্বের থেকে হইচই ওয়েব প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে কালরাত্রি৷