আরও পড়ুনশামি চ্যাপ্টার ভুলে বোল্ড ফোটোশ্যুট করলেন হাসিন জাহান, দেখুন ভিডিও
তাঁর ও জয়ের দীর্ঘদিনের প্রেম ভেঙেছে কয়েকমাস আগে ৷ সে নিয়ে সাংবাদমাধ্যমের কাছে সেরকমভাবে মুখ খোলেনি তিনি ৷ কিন্তু জয়ের ব্যবহারে শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হয়েছেন সায়ন্তিকা ও তাঁর পরিবার ৷ এই প্রথম নয়, আগেও তাঁর পরিবারকে হেনস্থা করেছেন জয় ৷ বিরক্ত করেছেন তাঁকে ৷ মাঝরাতে গিয়ে জোর করে ঢুকতে চেয়েছেন সায়ন্তিকার ফ্ল্যাটে ৷ অভিনেত্রীর নিরাপত্তরক্ষী থেকে ম্যানেজার, সবাইকে মারধরও করেছেন জয় ৷
advertisement
আরও পড়ুনজমিন পেলেন মিঠুনের ছেলে-স্ত্রী, মুখ ফিরিয়ে নিলেন বিয়ের কনে
তবে আপাতত সেই সব স্মৃতি মুছে এগিয়ে যেতে চাইছেন তিনি ৷ তাঁর মুখের উজ্জ্বল হাসিতেই স্পষ্ট তিনি ভাল থাকতে চাইছেন ৷ কোন অশান্তি যাতে মনে ছায়া না ফেলতে পারে তারই চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরকদমে ৷ নিজেই সোশ্যাল মিডিয়ায় তেমনই পোস্ট করেছেন তিনি ৷ বলেছেন 'পজিটিভিটির' কথা ৷ সায়ন্তিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন তাঁর ফ্যানরা ৷