TRENDING:

মুখে মাস্ক, লাল শাড়ি ! রাস্তাতেই বিসর্জনের ধুনুচি নাচ শুরু জনপ্রিয় টলি অভিনেত্রীর ! ভাইরাল ভিডিও

Last Updated:

লাল শাড়ি পরে, মুখে মাস্ক আটকে, হাতে ধুনুচি নিয়ে রাস্তা জুড়ে নাচ করলেন সায়ন্তনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। এবছর পুজো অন্যবারের থেকে একেবারেই আলাদা। করোনার জন্য এবছর দেখা মেলেনি প্রতিবারের আমেজ। মানুষ সব রকম সর্তকতা মেনেই অংশ নিয়েছেন মায়ের পুজোয়। অনেকেই এবছর বাড়ি থেকে বেরোননি। রাস্তায় প্রতিবারের মতো মানুষের ঢল ছিল না। ঢাকের আওয়াজ ছিল। মাও ছিলেন। শুধু মানুষ ঘরে বসেই মায়ের আরাধনা করেছেন। তবে তার মধ্যেও কিছু মানুষকে যেতেই হয়েছে পুজোতে। নানা কাজে সাহায্য করেছেন তাঁরা। কিন্তু সকলকেই দেখা গিয়েছে করোনা সতর্কতা মানতে।
advertisement

এবছর সিঁদুর খেলাও সেভাবে হয়নি। বিসর্জনেও ছিল না সেই নাচের আমেজ। তবুও কিছু কিছু জায়গায় মানুষকে অংশ নিতে দেখা গিয়েছে। যেমন বিসর্জনের সময় ধুনুচি নাচ করলেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সায়ন্তনি গুহ ঠাকুরতা। শুধু টেলিভিশন নয় সায়ন্তনি ওয়েবসিরিজ এবং বেশ কিছু সাউথ ইন্ডিয়ান ছবিতেও কাজ করেছেন। বড় পর্দাতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে একটি ধুনুচি নাচের ভিডিও শেয়ার হয়েছে। সেখানেই লাল শাড়ি পরে, মুখে মাস্ক আটকে, হাতে ধুনুচি নিয়ে রাস্তা জুড়ে নাচ করলেন সায়ন্তনি। সঙ্গে দু'একজন তাঁর পরিবারের মানুষ ছিলেন। মায়ের বিসর্জনের সময় রাস্তা দিয়ে ধুনুচি নাচ করতে করতে মাকে নিয়ে গেলেন তিনি। লোকজন একেবারেই ছিল না। এই ভিডিও শেয়ার হতেই ভাইরাল হয়।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মুখে মাস্ক, লাল শাড়ি ! রাস্তাতেই বিসর্জনের ধুনুচি নাচ শুরু জনপ্রিয় টলি অভিনেত্রীর ! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল