বর্ধমানের মেয়ে কলকাতায় বহু সামাজিক কাজেও যোগ দিয়েছেন। শীতে কখনও রিক্সাওয়ালাদের শীতবস্ত্র দিয়েছেন, কখনও ছোট অনাথ শিশুদের উপহার দিয়েছেন ডাকটিকিট। নিজের একটা স্কুলও খুলেছেন সঙ্গীতা। অভিনেত্রী থেকে এবার প্রযোজনায় আসলেন তিনি।
'জি অরিজিনালস'-এর 'ছায়াময়ী'-তে সঙ্গীতার প্রযোজনায় হাতেখড়ি। পায়েল সরকার অভিনীত এই ছবিতে রয়েছেন তুলিকা বসুও। নিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন সঙ্গীতা। ছবির পরিচালক সুদীপ দাস। আগামী ২৯ জানুয়ারি দুপুর ৩টের সময় 'জি অরিজিনালস'এ দেখা যাবে।
advertisement
আরও পড়ুন: কেবল শাহরুখ নন, এবার দেব-মিঠুনের হাত ধরে খুলল তালাবন্ধ সিনেমা হল, সৌজন্যে প্রজাপতি
আরও পড়ুন: টলি বনাম বলি যুদ্ধে নামব না, আগে নিজেদের মধ্যে বিবাদ মিটুক, পাঠান নিয়ে লিখলেন দিলখুশের পরিচালক রাহুল
প্রযোজনায় আসা নিয়ে সঙ্গীতা বলেন, "এঞ্জেল ক্রিয়েশন আমার প্রযোজনায় প্রথম কাজ। এই প্রথম 'জি অরিজিনালস'-এর জন্য করা কাজ। সব সময় আমি স্বাধীন ভাবে কাজ করতে চাই। নিজে করলে নিজের সৃষ্টিশীলতার উপর অন্যের কোনও শর্ত থাকে না। মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্যর ছবি, সবই করতে চাই।"