প্রসঙ্গত উৎসবের সাজে ভারতীয় নারীর দীর্ঘ দিনের সঙ্গী ফুল বা ফুলের মালা৷ দক্ষিণ ভারতীয় নারীদের চুল তো ফুলের মালা (গজরা) ছাড়া ভাবাই যায় না৷ মালয়লি অ্যাসোসিয়েশন অফ ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উদযাপনে অংশ নিতে সম্প্রতি অস্ট্রেলিয়া গিয়েছিলেন নব্যা৷ তাঁর কেশসজ্জায় ছিল জুঁইফুলের মালা৷ হ্যান্ডব্যাগেও রাখা ছিল ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইমালা৷ ফলে তাঁকে আটকে দেওয়া হয় মেলবোর্ন বিমানবন্দরে৷ বেআইনি কাজের জন্য তাঁকে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা (১৯৮০ অস্ট্রেলীয় ডলার) জরিমানা দিতে হয়৷
advertisement
সেরা অভিনেত্রীর হিসেবে দু’বার কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নব্যা৷ তিনি ইশতাম (2001) চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি নন্দনম, মাজাথুল্লিক্কিলুক্কাম, কুঞ্জিকুনন, কল্যাণরামন, ভেলিথিরা, আম্মাকিলিক্কুডু, গ্রামোফোন, পাত্তানাথিল সুন্দরন, জলোসাভম, চাথিককাথা চান্থু, আজাগিয়া থেইয়ে, পাণ্ডিপ্পাদা, মাদনকা, মাদান্নাউ-সহ একাধিক বক্স অফিস সফল ছবিতে অভিনয় করেছেন।
নব্যা জানান, ওই মালা তাঁকে তাঁর বাবা দিয়েছেন৷ অভিনেত্রীর কথায়, ‘‘আমি এখানে আসার আগে, আমার বাবা-ই আমার জন্য জুঁইয়ের মালা কিনেছিলেন। তিনি এটি দু’টি ভাগে কেটে আমাকে দিয়েছিলেন। তিনি আমাকে কোচি থেকে সিঙ্গাপুর যাওয়ার সময় আমার চুলে একটি পরতে বলেছিলেন। তিনি আমাকে দ্বিতীয়টি আমার হ্যান্ডব্যাগে রাখতে বলেছিলেন৷ যাতে আমি সিঙ্গাপুর থেকে পরবর্তী যাত্রায় এটি পরতে পারি। কারণ কোচি থেকে যে মালা চুলে ছিল, সিঙ্গাপুর পৌঁছতে পৌঁছতে সেটা শুকিয়ে যাবে৷’’ বাবার কথা শুনে তিনি মালার দ্বিতীয় অংশটি তাঁর হ্যান্ডব্যাগে রেখেছিলেন৷
এই কাজের জন্য অস্ট্রেলিয়ার জীবসুরক্ষা আইনে নব্যা দোষী বলে প্রমাণিত হন৷ সে দেশের জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্র যাতে নষ্ট না হয়, তার জন্য বাইরে থেকে কোনও উদ্ভিদ বা প্রাণী বা সেগুলির অংশ সে দেশে ঘোষণা না করে নিয়ে যাওয়া যাবে না৷ এমনকি, আগে না জানিয়ে ছোট্ট একটা ফুল নিয়ে গেলেও সেটিকে কীটপতঙ্গ বা রোগের বাহক হিসেবে ধরে নেওয়া হবে৷
নব্যা জানিয়েছেন এই আইনের বিষয়ে তিনি কিছুই জানতেন না৷ তাঁর কথায়, ‘‘আমি যা করেছি, তা আইনের বিরুদ্ধে। এটা আমার অজান্তেই করা ভুল ছিল। তবে, অজ্ঞতা কোনও অজুহাত হতে পারে না। ১৫ সেমি লম্বা জুঁইয়ের মালা আনার জন্য, কর্মকর্তারা আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (১.১৪ লক্ষ টাকা) জরিমানা দিতে বলেছিলেন। ভুল তো ভুলই, যদিও তা ইচ্ছাকৃতভাবে করা হয়নি। তাঁরা আমাকে বলেছেন ২৮ দিনের মধ্যে জরিমানা দিতে হবে’’, তিনি আরও বলেন। তবে এই ঘটনা নব্যার উৎসবের আমেজকে ম্লান করতে পারেনি৷ তিনি তাঁর ওনম উদযাপনের একটি রিল শেয়ার করেছেন। দুই দিন আগে, মেলবোর্নে যাওয়ার সময়, নব্যা বিমানের ভিতরের কিছু ছবিও শেয়ার করেছিলেন। ছবিতে তাঁকে চুলে গজরা পরে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন : সরষের তেল দিয়ে ৫ মিনিটের ছোট্ট কাজ! ছুমন্তরে মুছে যাবে হলুদ ছোপ! মুক্তোর মতো ঝকঝকে উজ্জ্বল হবে দাঁত!
অস্ট্রেলিয়ার নিয়মে স্পষ্ট বলা হয়েছে কোনও উদ্ভিদ বা প্রাণীর উপাদান, বীজ, ফল বা ফুল ঘোষণা ছাড়া সে দেশে প্রবেশ করতে পারে না। উদ্বেগটি বাস্তব৷ কারণ আক্রমণাত্মক প্রজাতির সংস্পর্শে স্থানীয় বাস্তুতন্ত্রের ক্ষতি করতে পারে। যাঁরা জানেন না, তাঁদের জন্য জরিমানা ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার পর্যন্ত হতে পারে অথবা আরও কড়া আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। ফলে আমাদের দেশে যা একটি প্রাচীন ঐতিহ্য ও আবেগ বলে মনে হতে পারে, তা বিদেশে গুরুতর আইন লঙ্ঘন বলে বিবেচিত হতে পারে।