এ বিষয়ে নিউজ ১৮ বাংলা যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। নবনীতা বলেন, রানাদা (সরকার) ডেকেছিলেন একটি পৌরাণিক গল্পের জন্য়। কিন্তু এখন আমি হয়তো করতে পারব না। কারণ আমার ধারাবাহিক চলছে। হয়তো আগামী বছরের শুরুতে এই কাজটি হবে। তখন চূড়ান্ত কথাবার্তা হবে।
advertisement
প্রসঙ্গত, জিতু- নবনীতার আইনি প্রক্রিয়া এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি। তবে এখনও ডিভোর্স শংসাপত্র আসেনি। কেমন ভাবে সময় কাটছে নায়িকার, তা প্রতি মুহূর্তেই আপডেট দিচ্ছেন নায়িকা৷ অভিনেতা ও অভিনেত্রী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিন-যাপনের ছবি শেয়ার করে চলেছেন৷
পাঁচ বছরের পথচলায় আচমকাই ছন্দপতন। নিজের বিবাহবিচ্ছেদের পোস্টে সে কথা স্পষ্ট লিখেছেন নবনীতা। সম্প্রতি নবনীতা ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। জিতুর কাছে সে খবর ছিল না বলে তিনি সম্ভবত নিজেই চমকে উঠেছেন। তারপরেই নবনীতাকে উদ্দেশ্য করে আদুরে পোস্ট করে লিখেছেন, ‘তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করব…।’
আরও পড়ুন: নাম দিলেন মমতা, তাতেই সায় রাহুল গান্ধির? কীভাবে হল বিজেপি বিরোধী জোটের নামকরণ..
এমন কী হল যে ডিভোর্সের পথে হাঁটতে হল তাঁদের? নবনীতা বললেন, ‘‘পারস্পরিক সিদ্ধান্তেই আলাদা হয়েছি আমরা। স্বামী-স্ত্রী ছাড়াও আমরা যে ইন্ডাস্ট্রির সহকর্মী, সামাজিক ভাবে পরিচিত। সেখান থেকে ওর প্রতি চিরকাল শ্রদ্ধা থাকবে আমার। কিন্তু তা ভালবাসার মানুষ হিসেবে আর সেই শ্রদ্ধাটা আমাদের মধ্যে নেই। সেই কারণেই বোধহয় আলাদা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি।’’
আরও পড়ুন: আবারও বাড়ছে DA, খুব জলদিই আসছে সুখবর! কেন্দ্রের মহার্ঘ ভাতা কত বাড়ছে এবার?
সোশ্য়াল মি়ডিয়ায় নবনীতা লেখেন, “টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো Green tea আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…Towel শেয়ার হবেনা, Sun screen ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছ, Gas booking থেকে Mediclaim pay সবটাই শিখিয়ে দিয়েছ..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিল..তাও নিজে একটু চেষ্টা করলাম। তবুও এটাই শ্রেয়, কারণ আমরা দুজন দুজনের সাথে ভাল নেই…..প্রেম, বন্ধুত্ব, বিয়ে এইসব নিয়ে এক বর্ণময় অধ্যায় এর ইতিটা নয় এইভাবেই হোক…ভাল থাকো Jeetu Kamal”।
দিন কয়েক ধরেই সম্পর্কের অবনতি হয়েছিল। একে অপরের অপর থেকে আস্থা হারাছছিলেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একে অপরকে আনফলোও করেছিলেন। এ বারে সরাসরি বিয়ে ভাঙার ঘোষণা করছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই বিষয়টা মেনে নিতে সময় লাগছে ভক্তদেরও।