TRENDING:

মাদাম তুসোর মোমের মধুবালা ঠিক এরকমই দেখতে !

Last Updated:

বহু যুগ কেটে গিয়েছে ৷ এখনও তাঁর রূপ অমলীন ৷ ভারতীয় সিনেমার তিনিই জন্য শ্রেষ্ঠ সুন্দরী নায়িকা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বহু যুগ কেটে গিয়েছে ৷ এখনও তাঁর রূপ অমলীন ৷ ভারতীয় সিনেমার তিনিই জন্য শ্রেষ্ঠ সুন্দরী নায়িকা ৷ তিনি মধুবালা ৷ সম্প্রতি মধুবালার মোমের মূর্তি স্থাপিত হয়েছে মাদাম তুসোর মিউজিয়ামে ৷ আর নজর কেড়েছে দেশি-বিদেশি তামাম মানুষের ৷
advertisement

মুঘল-এ-আজম ছবির ‘মোহে পনঘট পে নন্দলালা’ গানের পোশাকের আদপেই সাজানো হয়েছে মাদাম তুসোয় মধুবালার মূর্তি ৷ আর এই মূর্তি উন্মোচনের পরেই মিউজিয়ামে ভিড় জমিয়েছেন ভারতীয় সিনেমাপ্রেমিরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অভিনেত্রীর বোন মধুর ভূষণ উপস্থিত ছিলেন। দিল্লি মাদাম তুসো মিউজিয়ামের টুইটার হ্যান্ডেলে সেই মূর্তির ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাদাম তুসোর মোমের মধুবালা ঠিক এরকমই দেখতে !