প্রথমে তিনিই বুঝতেই পারছিলেন না কীভাবে স্ক্রিনে স্বহেমনের অভিনয় বিশ্বাসযোগ্য করে তুলবেন৷ সেটা নিয়ে চিন্তায় ছিলেন৷ পরিচালকেও সেই কথা বলেছিলেন৷ পরিচালক করণ তাঁকে বুঝিয়েছিলেন হস্তমৈথুনের সিনটা কীভাবে করতে হবে৷ তারপরও কিছুটা টেনশনে ছিলেন কিয়ারা৷ এবার তিনি সামনে আনলেন নিজের প্রস্তুতির গল্প৷
আরও পড়ুনFathers Day-তে মাকে সম্মান,পদবী মুছে মায়ের নাম যুক্ত বাঙালি অভিনেত্রীর
advertisement
নেহা ধুপিয়ার একটি শোয়ে এসে বিষয়টি জানালেন কিয়ারা৷ তিনি জানিয়েছেন যে পরিচালক করণ জোহর তাকে সিনটি অভিনয় করে দেখিয়েছিলেন৷ কিন্তু তিনি ইন্টারনেটে দেখেছিলেন হস্তমৈথুনের ভিডিও৷ কীভাবে ভাইব্রেটার ব্যবহার করতে হবে, সেটাও ইন্টারনেটে ভিডিও দেখে বুঝে নেন তিনি৷ এছাড়া দা আগলি ট্রুথ ছবিটি দেখেও তিনি শিখে নেন হস্তমৈথুন অভিনয়ের খুটিনাটি৷ এইভাবে ছিল তার প্রস্তুতি পর্ব৷
দেখে নিন লাস্ট স্টোরিজের কিয়ারা আডবানি অভিনীত সেই বিশেষ সিনটি…