নিউজ১৮ বাংলা যোগাযোগ করল দোলনের স্বামী অভিনেতা দীপঙ্কর দে-র সঙ্গে। তিনি জানালেন, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ধারাবাহিকের আউটডোর শ্যুটিং ছিল। মেকআপ ভ্যান থাকা সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দোলনকে বাইরে বেরিয়ে আসতে হয়। খানিক ক্ষণের মধ্যেই তীব্র গরমে, রোদে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। বমি হয় সেখানেই।
advertisement
শ্যুটিং থেকে বাড়ি ফিরে যান দোলন। কিন্তু খুব পেটে ব্যথা আর শ্বাসকষ্ট হতে থাকে আচমকা। দীপঙ্কর বললেন, ''শরীরের যন্ত্রণায় কান্নাকাটিও করে দোলন। এ সব শুনে সঙ্গে সঙ্গে ওর ভাই চলে আসেষ। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাছেই বেসরকারি হাসপাতাল ছিল। চ্যানেল দিয়ে ওষুধ খাওয়ানো হচ্ছে ওকে। আপাতত সেখানেই ভর্তি রয়েছে। কাল রাত বা পরশু সকালে ওকে ছাড়বে।''
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2022 8:46 PM IST