মায়ের সঙ্গেই থাকতেন দেবশ্রী। মা ছিলেন তাঁর পরম বন্ধু। স্বাভাবিকভাবেই মাকে হারিয়ে একেবারে বিপর্যস্ত অভিনেত্রী। জানা গিয়েছে, কয়েক মাস আগেই দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতে যান আরতি দেবী। গত আগস্ট মাসে সেখানেই তিনি পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন। তারপর থেকে অভিনেত্রীর কৃষ্ণা মুখোপাধ্যায়ের বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সন্ধায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় পাশে ছিলেন ৩ মেয়েই।
advertisement
আরও পড়ুনঃ সিবিআইয়ের নজরে বীরভূমের একাধিক ব্যবসায়ীর কর্মচারীদের অ্যাকাউন্ট
আরও পড়ুনঃ মিলনের সময় মেয়েদের কানে কানে 'এই' কথাগুলো বলুন, উত্তেজনায় পাগল হবে, উজাড় করবে নিজেকে
আরতি রায়ের একটি নাচের স্কুল রয়েছে–সাঁই নটরাজ ডান্স স্কুল। সেই স্কুল শুরু করেন। নিজে নৃত্যশিল্পী হওয়ার কারনে দেবশ্রীকে নাচ শিখিয়ে ছিলেন আরতি দেবী। মায়ের থেকেই নাচের প্রতি ভালবাসা জন্মায় দেবশ্রীর পরবর্তীকালে কেরিয়ারের শুরুতে দেবশ্রীকে স্টুডিওয় নিয়ে যেতেন আরতি রায়। অভিনেত্রীর দাবি, মায়ের অনুপ্রেরনাতেই অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। শুধু মেয়ে দেবশ্রীই নয়, আরতি রায়ের নাতনী তথা দেবশ্রীর দিদি কৃষ্ণা মুখোপাধ্যায়ের মেয়ে রানী মুখোপাধ্যায় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী।