‘নাল্লা সময়ম’ (গুড টাইমস) নামে একটি ছবির পরিচালক ও প্রযোজক যথাক্রমে ত্রিশুরের ওমর আব্দুল ওয়াহাব ওরফে ওমর লুলু এবং ম্যাঙ্গালুরুর কালান্দুর কুনহি আহমদের দায়ের করা একটি আবেদন বিবেচনা করে বিচারপতি ভিজি অরুণ এই রায় দিয়েছেন।
আরও পড়ুন: অক্ষয়ের নায়িকা, মিস ইন্ডিয়ার ফাইনালিস্ট ডাকসাইটে সুন্দরী আজ বৌদ্ধ মঠে ভিক্ষুণী!
advertisement
২০২২ সালের ডিসেম্বরে কোঝিকোডের আবগারি দফতরের আধিকারিকরা তাঁদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস অ্যাক্ট)-এর ২৭ এবং ২৯ ধারার আওতায় মামলা দায়ের করেছিলেন।
আরও পড়ুন: টিআরপি তালিকায় সেরা দশে নেই 'মিঠাই'! এই সপ্তাহে কে করল বাজিমাত? জানুন
ওমর লুলু তাঁর ফেসবুকে সিনেমার ট্রেলার পোস্ট করেছিলেন গত ডিসেম্বর মাসে। সেই ইউটিউব ভিডিওতে দেখা গিয়েছিল, মাদক ব্যবহার করছে এক চরিত্র। এছাড়া ‘এমডিএমএ ব্যবহারকারীকে শক্তি এবং সুখ দেয় বলে দাবি’ করা হয়েছে। সেই সময়ে মামলা দায়ের করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। অভিযোগ করা হয়, এ ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা দিচ্ছেন এবং সরকারের মাদকবিরোধী উদ্যোগের বিরোধিতা করছে।
সিনেমা হল থেকে তুলে দেওয়া হয় সেই ছবিটি। তার পর ওমর লুলু আক্ষেপ করেছিলেন, তাঁর ছবির সঙ্গে অন্যায় করা হয়েছে। কারণ একাধিক ছবি এরকম আছে যেখানে নিষিদ্ধ মাদক সেবন দেখানো হয়েছে।