TRENDING:

Kushboo Sundar: বাবার লালসার শিকার নায়িকা, খুশবুর জীবনের ভয়াবহ ঘটনায় শিউরে উঠতে হয়!

Last Updated:

Kushboo Sundar: তামিল ছবির অভিনেত্রী খুশবু প্রযোজক এবং টেলিভিশনের উপস্থাপকও বটে। বিজেপির জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য তিনি। ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সদ্য। লড়াই করবেন মহিলাদের অধিকারের জন্য। নারী-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। সেই অভিনেত্রী-রাজনীতিকের ছোটবেলা থেকে নিজে একজন হেনস্থার শিকার। ভয়াবহ কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছেন খুশবু সুন্দর। সম্প্রতি এক সাক্ষাৎকারে হেনস্থার কথা জানান তিনি। বাড়ি, যেখানে নাকি সবাই নিরাপদ, সেই জায়গাটাই যখন হয়ে ওঠে সবথেকে বিপজ্জনক, তখন আর কোথায় পালানো যায়! খুশবুর ক্ষেত্রে ঠিক তেমনই হয়েছিল।
খুশবু সুন্দর
খুশবু সুন্দর
advertisement

মাত্র ৮ বছরের বালিকাকে নিজের বাবার হাতে যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল। দিনের পর দিন নিজের বাবার লালসার শিকার হয়েছিলেন তিনি। কিন্তু কাউকে কিছু বলার সাহস পাননি। তাঁর একমাত্র ভয় ছিল, মাকে জানালে তিনি যদি বিশ্বাস না করেন! সেই ভয়ে মুখ বুঁজে সব সহ্য করেছিলেন খুশবু। কিন্তু ১৫ বছর বয়স হওয়ার পর তিনি রুখে দাঁড়ান বাবার বিরুদ্ধে। সব কথা বলে দেন নিজের মাকে। সেই বাবা তার এক বছরের মধ্যে বাড়ি ছেড়ে চলে যান। তার পর বহু বছর খুশবুদের বাড়িতে প্রবল অর্থকষ্ট চলে। নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা ছিল।

advertisement

আরও পড়ুন: ক্লাস সেভেনেই আত্মীয়ার লালসার শিকার, শারীরিক সম্পর্কে ভয় এই বলি অভিনেতার!

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘ছেলে হোক বা মেয়ে, একটি শিশুকে যখন অত্যাচার করা হয়, সেই ক্ষত সারা জীবন থেকে যায়। লোকটা (খুশবুর বাবা) হয়তো ভেবে নিয়েছিলেন যে মাকে মারধর করাটা তাঁর জন্মগত অধিকার, নিজের সন্তানদের মারধর করা, একমাত্র মেয়েকে যৌন হেনস্থা করাটাও যেন জন্মগত অধিকার তাঁর।’’ নিজের মাকে ভয়ঙ্কর কথাটি না বলতে পারার কারণ, তিনি ভয় পেতেন তাঁর মা তাঁকে বিশ্বাস করবেন না। মা সেই মানসিকতার নারী, যিনি নিজের স্বামীকে ভগবানের জায়গা দিয়েছেন। যা-ই হয়ে যাক না কেন।

advertisement

আরও পড়ুন: মঞ্চে দুর্ঘটনা! ড্রোন উড়ে মাথায় আঘাত, মাটিতে লুটিয়ে বলি গায়ক বেনি, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তামিল ছবির অভিনেত্রী খুশবু প্রযোজক এবং টেলিভিশনের উপস্থাপকও বটে। বিজেপির জাতীয় এগজিকিউটিভ কমিটির সদস্য তিনি। ২০১০ সালে ডিএমকে-তে যোগ দিয়েছিলেন। পরে কংগ্রেসে যোগ দিয়ে মুখপাত্র হিসেবে নিযুক্ত হন। তার পর বিজেপি-তে অংশগ্রহণ করেন খুশবু। ২০২১ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kushboo Sundar: বাবার লালসার শিকার নায়িকা, খুশবুর জীবনের ভয়াবহ ঘটনায় শিউরে উঠতে হয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল