তবে সম্প্রতি তাঁর ইনস্টাগ্রাম রিল ভিডিওতে পুরো উলটপুরাণ হয়ে গেল যে... তিনি সাফ জানিয়েছেন সেখানে, আমি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলিনি বিশ্বাস করুন। আমি ঠিক যেইভাবে বলি, 'আমি চুরি করিনি', ওইভাবেই বলছি, আমি নিজেকে 'ইন্ডাস্ট্রি' বলিনি বিশ্বাস করুন। আমায় এত গালাগালি করবেন না, এমনটাই জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, 'বিশ্বাস করুন, এই সংলাপ আমার নয়, সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) -এর লেখা। অটোগ্রাফ ছবির জন্য।" সেই ভিডিও সামনে আসতেই হু হু করে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন : বিয়ের দিন আয়নায় নিজেকে চিনতে পারবেন না, আরে এ তো শুভশ্রী! কী করে হবে এই কামাল? উপায় আপনার হাতেই
আরও পড়ুন : 'ফড়িংয়ের মা'-এর বিয়ে! শাঁওলি-প্রতীকের পাশে ‘আলতা ফড়িং’-এর গোটা টিম, রইল ছবি
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা' ছবি। এই ছবির বিপুল প্রচার করেছেন অভিনেতা। মুক্তি পেয়েছে এই ছবির টাইটেল ট্র্যাক 'মোদ্দা কথা হচ্ছে...'। ২০০০ সালের সুপারহিট ছবি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সুপারহিট গান 'চোখ তুলে দেখো না'-কে এই টাইটেল ট্র্যাকের আদলে সেই গান। ১০ বছর পর এমন নাচের গানে পারফর্ম করেছেন প্রসেনজিৎ। 'বিক্রম সিং'য়ের পর আবার 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'র জন্য একেবারে পুরনো অবতারে ফিরে এসেছেন তিনি।