গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়। যাঁকে এই মুহূর্তে ‘আলতা ফড়িং’ সিরিয়ালের নায়িকার মায়ের চরিত্র 'রাধা' নামেই চেনে দর্শক। (ছবি-ইনস্টাগ্রাম)
2/ 8
শাঁওলির পাত্রও টলিগঞ্জের অতি পরিচিত মুখ। বাংলা থিয়েটারের জনপ্রিয় অভিনেতা প্রতীক দত্ত। ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’র মতো জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য়কার তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/ 8
নাটকের মঞ্চে আলাপ দুজনের। সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। (ছবি-ইনস্টাগ্রাম)
4/ 8
মন্ত্রোচ্চারণ ছাড়া, কেবল সই-সাবুদ করেই চার হাত এক হল শাঁওলি আর প্রতীকের। পরস্পরকে সিঁদুর পরিয়ে, মালা-বদল সেরেছেন তাঁরা। সঙ্গে ছিলেন কিছু প্রিয়জন এবং কিছু আত্মীয়-বন্ধুবান্ধব। (ছবি-ইনস্টাগ্রাম)
5/ 8
সাজেও ছিল অভিনবত্ব। পাউডার গ্রিন ভারী সিল্কের শাড়ি এবং একই রঙের সিল্কের পাঞ্জাবিতে সাজলেন যুগল। হাতে শাঁখা-পলা, ছিমছাম সোনার গয়না। খোলা চুলে হালকা বাউন্সিং। (ছবি-ইনস্টাগ্রাম)
6/ 8
শাঁওলির বিয়েতে হাজির ছিল ‘আলতা ফড়িং’ পরিবারের গোটা টিম। (ছবি-ইনস্টাগ্রাম)
শাঁওলির পাত্রও টলিগঞ্জের অতি পরিচিত মুখ। বাংলা থিয়েটারের জনপ্রিয় অভিনেতা প্রতীক দত্ত। ‘মন্দার’ এবং ‘বল্লভপুরের রূপকথা’র মতো জনপ্রিয় সিরিজের চিত্রনাট্য়কার তিনি। (ছবি-ইনস্টাগ্রাম)
মন্ত্রোচ্চারণ ছাড়া, কেবল সই-সাবুদ করেই চার হাত এক হল শাঁওলি আর প্রতীকের। পরস্পরকে সিঁদুর পরিয়ে, মালা-বদল সেরেছেন তাঁরা। সঙ্গে ছিলেন কিছু প্রিয়জন এবং কিছু আত্মীয়-বন্ধুবান্ধব। (ছবি-ইনস্টাগ্রাম)