আরও পড়ুন-সপরিবার করোনায় আক্রান্ত সোনু নিগম !
মঙ্গলবারই ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক পরমব্রত চট্টোপাধ্যায় । ফিল্ম ফেস্টিভালের যাবতীয় তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেতা তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা জানান ৷ তবে তিনি উপসর্গহীন ৷
বলিউড থেকে শুরু করে টলিউড ৷ একঝাঁক তারকারা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন ৷ অধিকাংশরাই ডাবল ভ্যাকসিনেটেড হলেও যেভাবে কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, তা যথেষ্ট চিন্তার কারণ ৷ ইতিমধ্যেই শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, শতরূপা সান্যাল, চিত্রাঙ্গদা চক্রবর্তীর মতো অনেক তারকাদেরই কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছে, তিনি নিভৃতবাসেই রয়েছেন ৷ আগামী ৩ দিনের মধ্যে ফের একবার করোনা পরীক্ষা তিনি করাবেন ৷