TRENDING:

Nawazuddin Siddiqui: দীর্ঘদিন ধরে অত্যাচার, নৃংশসতা, বাড়িতে অত্যাচার, স্বামী নওয়াজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

Last Updated:

Nawazuddin Siddiqui: সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকেও পাঠিয়েছিল নওয়াজের স্ত্রীকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী মারাত্মক অভিযোগ তুললেন৷ নওয়াজের পরিবার ও তাঁর বিরুদ্ধে তাঁর স্ত্রীর অভিযোগ, দিনের পর দিন ভয়ানক অত্যাচার করতেন তাঁরা৷ আর সেই নিয়ে একটি অভিযোগ করলেও মুম্বইয়ের ভারসোভা থানার তরফ থেকে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে না, সে নিয়েও উষ্মাপ্রকাশ করেছেন তিনি৷ কয়েকদিন আগেই নওয়াজের স্ত্রীয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন নওয়াজের মা, তারপরেই এল মারাত্মক অভিযোগ৷
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ডেকেও পাঠিয়েছিল নওয়াজের স্ত্রীকে৷ তার বিরুদ্ধে অভিযোগ ছিল, মুম্বইয়ে একটি ছবির শ্যুটিংয়ে গিয়েছিলেন নওয়াজ, ফাঁকা বাড়িতে সেই সময়ে ঢুকে পড়েছিলেন নওয়াজের স্ত্রী৷ যদিও নওয়াজের স্ত্রী আলিয়ার অভিযোগ, প্রবল চাপ ও কূটনৈতিক চালে পড়ে এই অভিযোগ করা হয়েছে পুলিশে৷

আরও পডুন: মুখ্যমন্ত্রী তো দিয়েছেন, কিন্তু তিনি নেবেন কি? Z প্লাস নিরাপত্তা পেয়ে মহা ফাঁপরে অমর্ত্য সেন

advertisement

আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা

তার পরে মুম্বই হাইকোর্টে একটি আবেদন করেন করেন নওয়াজের স্ত্রী৷ সেখানে তিনি নওয়াজের মা মেহরুন্নিসা সিদ্দিকির করা অভিযোগ বাতিল করার আবেদন জানান৷ এখনও পর্যন্ত আলিয়া মোট চারটি পৃথক অভিযোগ করেছেন৷ এর মধ্যে ভারতীয় দণ্ডবিধি ধারা ৫০৯ সেকশন ৪৯৮এ-তে অভিযোগ করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর আগে পারিবারিক দায়িত্ব এড়ানোর অভিযোগ আলিয়া করেছিলেন স্বামী নওয়াজের বিরুদ্ধে৷ তিনি বলেছিলেন, শেষ চার বছর ধরে তাঁরা আলাদা আছেন এবং কখনও স্বামীকে দেখা করার কথা বললে সবসময়ই নওয়াজ সেটি এড়িয়ে যান৷ তিিন বলেছিলেন, ‘‘আমার সন্তানদের উপর খুব খারাপ প্রভাব পড়ছে৷ সবসময় ওরা জিজ্ঞাসা করে, বাবা কোথায়? বাবা কোথায় শ্যুটিং করতে গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Nawazuddin Siddiqui: দীর্ঘদিন ধরে অত্যাচার, নৃংশসতা, বাড়িতে অত্যাচার, স্বামী নওয়াজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল