TRENDING:

Mithun Chakraborty: আইসিইউতে মিঠুন চক্রবর্তী! বর্ষীয়ান অভিনেতাকে তড়িঘড়ি স্থানান্তর... বাড়ছে চিন্তা

Last Updated:

মিঠুন চক্রবর্তী বিগত কয়েক দিন ধরেই কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং করছিলেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মিঠুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আশঙ্কাজনক মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে তাঁকে। ১২৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন তিনি। এমআরআই রিপোর্ট একিউট স্ট্রোক ধরা পড়েছে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। চিকিৎসক সঞ্জয় ভৌমিকের সঙ্গে চিকিৎসক দেবব্রত চক্রবর্তী চিকিৎসা করছেন। আপৎকালীন বিভাগের ৪৮ বেডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী অভিনেতা।
advertisement

মিঠুন চক্রবর্তী বিগত কয়েক দিন ধরেই কলকাতায় শাস্ত্রী ছবির শুটিং করছিলেন। সোহম চক্রবর্তী প্রযোজিত এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় মিঠুন। হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে হঠাই কাল রাত থেকে তাঁর শারীরিক অস্বস্তি হতে থাকে। ভোরবেলা তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

গত বছর পুজোয় তাঁর ‘কাবুলিওয়ালা’ ছবি মুক্তি পেয়েছে। সেই ছবি প্রশংসা কুড়োয় দর্শক মহলে। শাহরুখের ডাঙ্কির দাপটেও কমেনি মিঠুনের কাবুলিওয়ালার জনপ্রিয়তা। আবার নতুন একটা ছবির কাজ হাত দেন তার মধ্যেই ঘটে গেল এই বিপত্তি। গতবছর মাকে হারিয়েছিলেন মিঠুন। তবে কাজ থেকে কখনও বিরতি নেনি। এবছরে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় জ্বলজ্বল করছে বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম৷ তাঁর সুস্থতা কামনায় গোটা বাংলা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mithun Chakraborty: আইসিইউতে মিঠুন চক্রবর্তী! বর্ষীয়ান অভিনেতাকে তড়িঘড়ি স্থানান্তর... বাড়ছে চিন্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল