TRENDING:

Jay Bhanushali and Mahhi Divorce: ১৪ বছরের সংসার ভেঙে খান খান! কেন ভাঙছে জয়-মাহির সুখের দাম্পত্য? ৩ সন্তানের দায়িত্ব কে নেবে? জানলে আঁতকে উঠবেন

Last Updated:

Jay Bhanushali and Mahhi Divorce: বিনোদন জগতে ফের মন খারাপের খবর৷ জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালী এবং মাহি ভিজ দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে ফের মন খারাপের খবর৷ জনপ্রিয় টেলিভিশন তারকা জয় ভানুশালী এবং মাহি ভিজ দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে ইতি টানতে চলেছেন৷ ঝড়ের গতিতে এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ জানা গিয়েছে,কয়েক মাস আগে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। তারা বিবাহবিচ্ছেদের কাগজপত্রে স্বাক্ষর করেছিলেন এবং ২০২৫ সালের জুলাই-অগাস্ট মাসে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছিল। চলতি বছরের জুলাই মাসে তাদের বিবাহবিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল।
News18
News18
advertisement

জয় ভানুশালী এবং মাহি ভিজ কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন এবং তারা দীর্ঘদিন ধরে আলাদা রয়েছেন। অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুই বদলায়নি। তাদের মধ্যে বিচ্ছেদ অনেক দিন আগে ঘটেছিল। তারা কয়েক মাস আগে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। জুলাই-অগাস্টে কাগজপত্র স্বাক্ষরিত এবং চূড়ান্ত করা হয়েছে, এবং বাচ্চাদের হেফাজতের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, একটি সূত্র পোর্টালটিকে জানিয়েছে।

advertisement

আরও পড়ুন-১১০ কিমি বেগে তেড়ে আসছে…! শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’র ‘ল্যান্ডফল’ কখন? আগামী ৩ দিনের জন্য বন্ধ স্কুল-কলেজ, জারি সতর্কতা

মাহি ভিজ এবং জয় ভানুশালী ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারা তিন সন্তানের বাবা-মা৷ তবে, এখনও আরও কোনও বিবরণ প্রকাশ করা হয়নি। এই দম্পতি কেউই এই বিষয়ে কোনও বিবৃতি দেননি।

advertisement

আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! ভগবান শিবের কৃপায় ৫ রাশি ‘রাজা’, অঢেল টাকার ফোয়ারা, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জয় ভানুশালীর সঙ্গে মাহির ‘বিশ্বাসের সমস্যা’ নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। একসময় তারা তাদের যৌথ ভ্লগের জন্য প্রচুর জনপ্রিয় হয়েছিলেন৷ কিন্তু কিছুদিন পর তারা একসঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করে দেন। তারপর থেকেই ঝামেলার সূত্রপাত শুরু৷ এবং মাহি ও জয়ের মধ্যে ফাটল শুরু হয় এব মাহি বিশ্বাসের সমস্যায় ভুগতে শুরু করে। জয় এবং মাহিকে শেষবার অগাস্টে তারার জন্মদিনের পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

এই দম্পতি তাদের মেয়ের জন্য একটি লাবুবু-থিমযুক্ত জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জয় ভানুশালী সম্প্রতি তার মেয়েদের সঙ্গে তার ভ্রমণের ছবি শেয়ার করেছেন, যখন মাহি দুই সপ্তাহ আগে বাচ্চাদের সঙ্গে একটি নতুন বাড়িতে চলে এসেছেন। আপাতত ডিভোর্সের জল্পনায় মুখে কুলুপ এটেছেন তারকা দম্পতি৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jay Bhanushali and Mahhi Divorce: ১৪ বছরের সংসার ভেঙে খান খান! কেন ভাঙছে জয়-মাহির সুখের দাম্পত্য? ৩ সন্তানের দায়িত্ব কে নেবে? জানলে আঁতকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল