তিনি জানান এভাবে সংঘাতে যাওয়া তার হঠকারিতা ছিল৷ সেই ভুল তিনি স্বীকার করছেন। এখন বা ভবিষ্যতেও ফেডারেশনের সঙ্গে কোন আইনি লড়াই যাবেন না বলেই জানিয়ে দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। যদি কোন মতবিরোধ হয় তাহলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে নেবেন। সেই সঙ্গে তিনি ফেডারেশন এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের কাজের প্রশংসাও করেছেন। এক কথায় তিনি যে এখন থেকে ফেডারেশনের সঙ্গে আছেন সেই অবস্থান পরিষ্কার করলেন পরম। তবে পরমের এই ভোল বদল, বিদ্রোহী পরিচালকেরা এখন কিভাবে দেখেন সেটাই দেখার!
advertisement
ফেডারেশনের বিরুদ্ধে যে ১৩ জন পরিচালক হাইকোর্টে মামলা করেছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে ফেডারেশনের বিরুদ্ধে বার বার সরব হয়েছিলেন পরমব্রত। অনির্বাণ ভট্টাচার্যদের সঙ্গে তাঁকে কোর্টে শুনানির সময়ও দেখা গিয়েছিল। এখন পরমব্রত বলছেন তিনি আর মামলা মোকদ্দমায় থাকবেন না। আলোচনার মধ্যে দিয়ে সুরাহার পথ খুঁজে নেবেন।
তিনি যে ফেডারেশনের সঙ্গে সমঝোতায় আসতে চলেছেন তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন৷ চলচ্চিত্র উৎসবে এসে পরমব্রত চট্টোপাধ্যায় বলেন তিনি ব্যক্তিগতভাবে ফেডারেশনের সঙ্গে আর আইনি সংঘাতে যাবেন না। চলচ্চিত্রের স্বার্থে যা ভুল বোঝাবুঝি তা ব্যক্তিগত আলাপ আলোচনার মধ্যে দিয়ে মীমাংসার পথ খুঁজবেন।
অন্যদিকে, এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে পরমব্রত চট্টোপাধ্যায় সঞ্চালনা করেছিলেন। শোনা যাচ্ছিল তাঁর উপস্থিতি ভাল চোখে দেখেনি ফেডারেশন। তাই এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের অনুপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস কোনও মন্তব্য করতে নারাজ। কিন্তু পরমব্রত জানালেন এই বিষয়টি তাঁর কানে এসেছে। কিন্তু তাঁর জন্য ফেডারেশন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছেন না সে বিষয়ে তাঁর কোন ধারণা নেই। তিনি বলেন, ‘এমনটা কাম্য নয়।’
