দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বৃহস্পতিবার ৭৫ বছর বয়সী অভিনেতা দীপঙ্কর দে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও হইচই পড়ে যায় ৷ কিন্তু বিয়ের পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই অসুস্থ হয়ে পড়েছিলেন দীপঙ্কর দে। দীর্ঘদিন ধরেই সিওপিডি'র সমস্যায় ভুগছেন দীপঙ্করবাবু। শুক্রবার দুপুরের দিকেই তাঁর শ্বাসকষ্টের সমস্যা বাড়তে থাকে। এরপর আর কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ চিকিৎসা চলছে অভিনেতার ৷
advertisement
বহু বছর ধরে একসঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকার পর অবশেষে আইনি স্বীকৃতি পেয়েছে অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের ‘সম্পর্ক’ ৷ স্বভাবতই, এই বিয়েতে খুশি পাত্র ও পাত্রী ৷ সমান খুশি পাত্র ও পাত্রী পক্ষও ৷ তবে বিয়ের পরদিনই বিপত্তি ৷ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা দীপঙ্কর দে ৷ তবে এখন সুস্থ আছেন অভিনেতা ৷