নতুন বছরের শুরুতেই দেব তাঁর ভক্তদের সারপ্রাইজ দিয়েছিলেন। ‘খাদান’ সিনেমার পোস্টার পোস্ট করে ছবির কথা ঘোষণা করেন তিনি। প্রকাশ্যে ‘খাদান’-এ কয়লা মাফিয়ার চরিত্রে দেবের ফার্স্ট লুক ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে চারদিকে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী ইধিকা পালকে।
কয়লা মাফিয়ার চরিত্রে দেবের লুক ভক্তদের তাক লাগিয়ে দিয়েছে। এর মধ্যে পাণ্ডবেশ্বর থানা এলাকায় ইসিএল-এর শোনপুর বাজারি খোলামুখ কয়লা খনি মঙ্গলবার পরিদর্শন করেন বাংলা চলচিত্রের জনপ্রিয় নায়ক দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসিএল-এর আধিকারিকরা। খোলামুখ কয়লা খনি দেখতেই তারকার আগমন।
advertisement
আরও পড়ুন: বাংলায় শুরু হল দুর্যোগ! বাড়বে বৃষ্টির পরিমাণ, আবহাওয়ার বড়সড় রদবদল, প্রবল শীতের কামড় আর কদিন!
তারকাকে দেখতে উপচে পড়া ভিড় স্থানীয়দের। বাইরে মোতায়েন ছিল পুলিশি, যাতে সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে না পারে।
অর্পণ চক্রবর্তী