ছেলের পদ্মশ্রী সম্মানের খবরে আনন্দে আত্মহারা বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়৷ অভিনেতার বাবা ছেলের এই বিরাট প্রাপ্তিতে গর্বিত৷ তিনি বলেন, এটা এমন একটা খবর, যা শুনে কার না খুশি হবে৷ আমিও খুব খুশি৷ সকালবেলা বুম্বার সঙ্গে কথা হল, ও খুব খুশি৷ এটা খুবই আনন্দের খবর৷ দারুণ লেগেছে, আজ তো বড় আনন্দের দিন৷
advertisement
‘পদ্মশ্রী’ সম্মান পাওয়ার পর থেকেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন সকলে৷ অভিনেতা নিজের এই খুশি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন৷ তিনি বলেন, পরিচালক ঋতুপর্ণ ঘোষই তার অভিনয়ের কেরিয়ারে এক নতুন দিগন্তের দিশারী।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বেশি আনন্দিত কারণ সিনেমা হলে চলছে তার কাকাবাবু ফ্রাঞ্চাইজির ‘বিজয়নগরের হীরে’। হল ভিজিটের মধ্যেই দর্শকদের মাঝে থাকাকালীনই তিনি সুসংবাদটা পেলেন। এবং তিনি ধন্যবাদ জানিয়েছেন তার দর্শকদের যারা তাঁকে আজ প্রসেনজিৎ বানিয়েছেন।
প্রসেনজিতের পাশাপাশি বাংলা থেকে মোট ১১ জন পেয়েছেন পদ্মশ্রী সম্মান৷ বাংলা থেকে এই সেরার মুকুট পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়, হরিমাধব মুখোপাধ্য়ায়, জ্যোতিষ দেবনাথ, অশোককুমার হালদার, শ্রীকুমার বোস, মহেন্দ্রনাথ রায়, রবিলাল টুডু, সরোজ মণ্ডল। এঁদের মধ্যে শিক্ষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন শ্রী অশোক কুমার হালদার৷ শিল্পকলায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়, তবলাবাদক কুমার বসু, তাঁতশিল্পী জ্যোতিষ দেবনাথ, কাঁথাশিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়, সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য।
