২৭ এ পা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। জন্মদিনের শুরুতেই ঐন্দ্রিলার নাজেহাল অবস্থা করেন অঙ্কুশ, তা দেখে অবাক নেটিজেনরা। বারোটা বাজার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অঙ্কুশ, যদিও সেখানে প্রথমে ঐন্দ্রিলার বদলে ইচ্ছে করেই অঙ্কুশ গোরিলা বলে ডাকেন, তা শুনেই বেজায় ক্ষেপে যান, পরে তা শুধরে নেন অঙ্কুশ (Ankush Hazra)।
advertisement
আরও পড়ুন: শিল্পা কিংবা সানি কিন্তু নয়, এই ৮ অভিনেত্রীর 'আসল' নাম জানলে অবাক হবেন...
আরও পড়ুন: মুজিবে মুগ্ধ রহমান, বঙ্গবন্ধুর জন্য লিখে ফেললেন গোটা গান! ঢাকায় জমকালো কনসার্ট
এরপর অঙ্কুশ, ঐন্দ্রিলাকে জাপটে ধরে আদর শুরু করেন। আদরের ঠেলায় ঐন্দ্রিলার তখন যায় যায় অবস্থা! গালে চুমু দিতে শুরু করেন অঙ্কুশ। এরপর বিছানায় ফেলে জোর করে হাত পা চেপে ধরে চলে চুমুর পর চুমু। ঐন্দ্রিলার তখন দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বেশকিছু কার বাধা দেবার চেষ্টা করলেও অঙ্কুশের জোরের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে অগুনতি চুমু দেওয়ার পর ক্ষান্ত হন অঙ্কুশ।
ভিডিও শেষে অঙ্কুশকে হাসিমুখে দেখা গেলেও ঐন্দ্রিলার তখন বিধ্বস্ত। ভিডিও পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আর কি!’ তবে এই ভিডিও যে একাবেরেই মজার চলে বানানো হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।