জনপ্রিয় ইউটিউব চ্যানেল টিভিএফের এক ফেসবুক সাক্ষাৎকারে সময়, শাহরুখের কাছে হঠাৎই পৌঁছে গেল শাহরুখের ছোট্ট পুত্র আব্রাম ৷ সাক্ষাৎকারের মাঝেই নিজের মতো করে শাহরুখের সঙ্গে কথা বলতে শুরু করল আব্রাম৷
ছোটছেলে আব্রামকে নিয়ে প্রথম থেকেই শাহরুখ বেশ খোলামেলা ৷ বহুবার সংবাদ মাধ্যমের সামনেই এসেছে পিতা-পুত্রের দারুণ ইকুয়েশন ৷ ফেসবুক চ্যাটেও নজরে এল সেই কীর্তি ৷
advertisement
Location :
First Published :
January 30, 2017 8:59 PM IST