TRENDING:

Parambrata-Piya-Nandini: 'জনপ্রিয় হওয়ার আগে বিয়ে সেরেছি বলে ভাগ্যবান আমি’, ‘পরমব্রত-পিয়া’র চর্চার মাঝে মুখ খুললেন আবিরের স্ত্রী

Last Updated:

Parambrata-Piya-Nandini: ক্রমাগত বডি শেমের শিকার হতে হয়। আবিরের স্ত্রী বলে মানতে পারেন না নেটিজেনরা। সমাজ সৃষ্ট সৌন্দর্যের মানদণ্ডকেই আদর্শ ধরে নিয়ে যাঁরা চলেন, তাঁদের ভ্রুকুটি সহ্য করতে হয় নন্দিনীকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: খ্যাতনামী হলেই কি সমালোচনা, কটাক্ষ, নিন্দার শিকার হতেই হয়? ব্যক্তিগত জীবনে সর্বক্ষণ তাক করে রয়েছে লক্ষ লক্ষ চোখ। সম্প্রতি তার শিকার হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং সমাজকর্মী পিয়া চক্রবর্তী। গায়ক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় শুরু হয়েছে।
পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে
পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে
advertisement

সদ্য আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গে তোপ দাগলেন সোশ্যাল মিডিয়ায়। যদিও পরমব্রত, অনুপম, পিয়ার নাম একবারও উল্লেখ করেননি তিনি। কিন্তু নিজের পরিস্থিতির কথা তুলে ধরে পরম-পিয়ার পাশে দাঁড়ালেন নন্দিনী।

আরও পড়ুন: অনুপমদা জানত বিয়ের কথা, বলেছিল… পরম-পিয়ার বিবাহ অনুষ্ঠান থেকে পর্দাফাঁস ঋতব্রতর

advertisement

ক্রমাগত বডি শেমের শিকার হতে হয় তাঁকে। আবিরের স্ত্রী বলে মানতে পারেন না নেটিজেনরা। সমাজ সৃষ্ট সৌন্দর্যের মানদণ্ডকেই আদর্শ ধরে নিয়ে যাঁরা চলেন, তাঁদের ভ্রুকুটি সহ্য করতে হয় নন্দিনীকে।

নন্দিনী চট্টোপাধ্যায়ের পোস্ট

নন্দিনী লিখলেন, ‘আমার বিয়ে হয়েছে ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে দারুণ জনপ্রিয় হওয়ার অনেক আগে কাজটা সেরে ফেলেছি… জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না এটা বিশেষ কোনও এক তারকার সঙ্গীকেই সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে শুনতে হচ্ছে আগের কোনও সম্পর্ক নিয়ে, অথবা কাউকে বডি শেমিং করা হচ্ছে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতেই হবে। আমার ধারণা খুব সুন্দর সব নিখুঁত হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’

advertisement

সদ্যবিবাহিতা পিয়া মন্তব্য করেন, ‘ট্রোলিং অত্যন্ত টক্সিক। তবে একটা জিনিস তুমিও জানো, আর আমিও বুঝেছি সময়ের সঙ্গে- নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে- এইসব কেমন যেন ধুলোর মতো মিলিয়ে যায়। তাই আমাকে একদম স্পর্শ করে না আর এগুলো। অনেক কষ্টের অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমি এতে উপলব্ধ হয়েছি। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গায়িকা ইমন চক্রবর্তী বলেন, ‘আমাদের কাছে তুমি আবিরদার জন্য পারফেক্ট। ও তোমাকে ভালোবাসে। আর আমরাও তোমাকে ভালোবাসি।’ সঙ্গীতশিল্পী সাহানা বাজপেয়ীর মন্তব্য, ‘১৫ বছর হল এক তারকার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। কিন্তু সেটা নিয়ে আমাকে এখনও ট্রোলড হতে হয়। ওরা আমার মেয়ে রোহিনীকেও ছাড়ে না, ক্রমাগত ওর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলে।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Parambrata-Piya-Nandini: 'জনপ্রিয় হওয়ার আগে বিয়ে সেরেছি বলে ভাগ্যবান আমি’, ‘পরমব্রত-পিয়া’র চর্চার মাঝে মুখ খুললেন আবিরের স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল