TRENDING:

পর্দায় আবীর-ঋতুপর্ণার গাঢ় প্রেম! কীসের আখ্যান শোনাবে অরিন্দম শীলের 'মায়াকুমারী'

Last Updated:

অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কানন কুমার এবং তাঁর নাতি আহিরের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপেক্ষার অবসান। অবশেষে প্রকাশ্যে 'মায়াকুমারী'র ট্রেলার। অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে মিলেমিশে একাকার চারের দশকের নস্টালজিয়া এবং বর্তমান সময়ের গতিময়তা।
advertisement

সিনেমার মধ্যেই সিনেমা। মিশে গিয়েছে গল্প এবং বাস্তব। ছবিতে চারের দশকের জনপ্রিয় নায়িকা মায়াকুমারী। পর্দায় তাঁর নায়ক কানন কুমার। মায়া যখন জনপ্রিয়তার শিখরে, তখনই তিনি রুপোলি পর্দা ছেড়ে অন্তরালে চলে যান তিনি। কেন এই সিদ্ধান্ত, তার নেপথ্যে ব্যক্তিজীবনের টানাপড়েনের প্রভাব কতটা- এমন অনেক প্রশ্নের উত্তর দেবে অরিন্দমের এই ছবি।

আরও পড়ুন: অরিজিৎ সিং-এর শো হচ্ছে, একই তারিখে ইকোপার্কের পরিবর্তে অ্যাকোয়াটিকায়

advertisement

আরও পড়ুন: মালয়েশিয়াতে ইন্ডিয়ার হয়ে খেলে বেস্ট প্লেয়ার বর্ধমানের ছেলে

আরও পড়ুন: কোটি কোটির 'অপা'র মালিক, কেয়ারটেকারের বাকি বেতন, দিশেহারা ঝর্ণা

ছবিতে এ হেন পর্দানসীন মায়াকুমারীর জীবন পর্দায় তুলে ধরবেন অনস্ক্রিন পরিচালক ইন্দ্রাশিস রায়। ছবিতে তাঁর চরিত্রের নাম সৌমিত্র মল্লিক।

advertisement

অরিন্দম শীল পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। কানন কুমার এবং তাঁর নাতি আহিরের চরিত্রে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায়কে। তাঁদের সঙ্গে অরুণিমা ঘোষ, রজতাভ দত্ত, সৌরসেনী মৈত্রের মতো অভিনেতারাও কাজ করেছেন এই ছবিতে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
পর্দায় আবীর-ঋতুপর্ণার গাঢ় প্রেম! কীসের আখ্যান শোনাবে অরিন্দম শীলের 'মায়াকুমারী'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল