TRENDING:

Abhishek Chatterjee Passes Away: ‘‘অভিষেক ছিলেন অত্যন্ত গুণী শিল্পী, আমরা তাঁকে মিস করব...’’ট্যুইট মুখ্যমন্ত্রীর

Last Updated:

Actor Abhishek Chatterjee Passes Away: বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গেলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়েকে। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায় ৷ বুধবার রাত ১.১০ মিনিট নাগাদ নিজের বাসভবনেই প্রয়াত হন অভিনেতা ৷ তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পথভোলা’৷ ‘মায়ার বাধন’, ‘জয় বাবা ভোলানাথ’,‘ মায়ের আঁচল’-সহ একাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন অভিষেক ৷ এর পাশাপাশি ছোট পর্দার জগতেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় নাম ৷ অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
'অভিষেক চট্টোপাধ্যায়', প্রথম সারির টলিউড অভিনেতা হয়েও কখনও কিন্তু নিজেকে আলাদা করেননি স্টুডিওপাড়ার প্রিয় মুখ মিঠুদা। এককথায় ছিলেন 'মাটির মানুষ'! 'টি বয়' থেকে প্রোডাকশন ম্যানেজার থেকে সহ-অভিনেতা সকলকে একইভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল কাজের বিষয়ে চূড়ান্ত পেশাদারিত্ব।
'অভিষেক চট্টোপাধ্যায়', প্রথম সারির টলিউড অভিনেতা হয়েও কখনও কিন্তু নিজেকে আলাদা করেননি স্টুডিওপাড়ার প্রিয় মুখ মিঠুদা। এককথায় ছিলেন 'মাটির মানুষ'! 'টি বয়' থেকে প্রোডাকশন ম্যানেজার থেকে সহ-অভিনেতা সকলকে একইভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন তিনি। সঙ্গে ছিল কাজের বিষয়ে চূড়ান্ত পেশাদারিত্ব।
advertisement

advertisement

ট্যুইটারে মু্খ্যমন্ত্রী লেখেন, ‘‘ অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর শুনে অত্যন্ত খারাপ লাগছে ৷ অভিষেক ছিলেন অত্যন্ত গুণী একজন শিল্পী ৷ আমরা তাঁকে মিস করব ৷ টিভি সিরিয়াল এবং সিনেমা জগতের জন্য তাঁর চলে যাওয়াটা অবশ্যই বড় ক্ষতি ৷ তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ’’

advertisement

আরও পড়ুন-বক্সা পাহাড়ে এবার আরও হালকা অ্যালুমিনিয়ামের তৈরি পালকি অ্যাম্বুল্যান্স

সেরা ভিডিও

আরও দেখুন
শ্মশানের সামনে ভূত-প্রেতের নাচ! বছরের পর বছর ধরে চলছে গা ছমছমে রেওয়াজ
আরও দেখুন

অভিনয় ছিল তাঁর প্রাণ। লাইট, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলোতেই বাঁচতেন অভিষেক। শ্যুট করতে করতেই চলে গেলেন অভিষেক চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৫৭ বছর। রেখে গেলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় এবং মেয়েকে। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ টলিউড।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Passes Away: ‘‘অভিষেক ছিলেন অত্যন্ত গুণী শিল্পী, আমরা তাঁকে মিস করব...’’ট্যুইট মুখ্যমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল