মেয়ে সাইনার ছোট বেলার একটি ভিডিও শেয়ার করেছেন সংযুক্তা। দেখা যাচ্ছে একরত্তির সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছেন প্রয়াত অভিনেতা। সংযুক্তা লিখেছেন, "অভিষেক গভীর ভাবে ডলকে ভালবসাত। ও যেমন, তেমন ভাবেই ভালবসত। ও (সাইনা) যেভাবে ফরাসি ও ইংরেজি বলে সেটাও অভিষেক খুব ভালবাসত। ও খুবই গর্বিত আমাদের একমাত্র মেয়েকে নিয়ে। শেষ সেমেস্টারে ডল ৯২ শতাংশ পেয়েছিল। সেটা উদযাপন করার জন্য অভিষেক একটি পার্টির আয়োজন করেছিল।"
advertisement
সংযুক্তা আরও লিখছেন, "অভিষেক খুবই ভালোবাসত সাইনাকে। ও যেমন তেমন ভাবেই ওকে ভালোবসত অভিষেক। সাইনা সবার চেয়ে আলাদা (প্রত্যেক বাবা মায়ের কাছে তাদের সন্তান যেমন)। ডলকে নিয়েই আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা দুজনেই ওকে নিয়ে গর্বিত। আমরা চাই না ডল অন্য কারও মতো হোক। আমরা চাই ও নিজের মতোই যেন হয়।"
শেষে সংযুক্তা লিখছেন, "মেয়ের জন্য বাবার এই ভালবাসাকে চলুন সম্মান জানাই। অফলাইন ও অনলাইন জীবনের মধ্যে বিস্তর ফারাক ছিল। অভিষেক ওর ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশা মিলিয়ে ফেলতে পছন্দ করত না। ওর জীবনবোধ ও সন্তানের প্রতি ভালবাসা জানাই চলুন।"
আরও পড়ুন- প্রয়াত 'টু-স্টেটস' খ্যাত অভিনেতা! শোকের ছায়া বলিউডে
এর পরেই সংযুক্তা আরও একটি পোস্ট করেন। যেখানে তিনি জানান, আজ থেকে আবার কাজে ফিরলেন। এবার সাইনার বাবা ও মা দুইয়ের দায়িত্বই সংযুক্তার উপরে।